• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

গারো পাহাড়ের হতদরিদ্র শিশুর পরিবাররা পেল খাদ্য সহায়তা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৬ আগস্ট ২০২০  

বছরের বেশিরভাগ সময় কর্মহীন। এর মধ্যে করোনার ছোবল। ক্রমেই নিষ্পেষিত শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত এলাকা গারো পাহাড়ের হতদিরদ্র আদিবাসীরা। এসব পরিবারের আয় উপার্জন একেবারেই কম। ফলে শিশুরা ভোগে অপুষ্টিতে। এ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষে বেসরকারি সংস্থা মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প- বাবেলাকোনা বিডি-০৪২৪ বাস্তবায়ন করছেন নানা কর্মসূচী। এখানকার কয়েকটি গ্রামের কর্মহীন পরিবারগুলোর মাঝে বিতরণ করছেন জরুরি খাদ্য সহায়তা রিলিফ। বৃহস্পতিবার এ সংস্থার উদ্যোগে বাবেলাকোনা সিডিএসপি অফিস প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে ২শ ১৮ জন শিশুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্য সহায়তার মধ্যে ছিল প্রতিজনের জন্যে ১৪ কেজি চাল, ৪ কেজি আলু, দেড় কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ২টি সাবান ও মাস্ক।

এ সময় উপস্থিত ছিলেন, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প- বাবেলাকোনা বিডি-০৪২৪ এর লোকাল সেন্টার কমিটির চেয়ারম্যান মি. ক্লেনসন থিগিদি, প্রকল্প ব্যবস্থাপক মি. সুলভ রিছিল, প্রকল্পের সিডি ডবিøও জীবন ¤্রং, দায়ুদ চিসিম প্রমুখ। বাবেলাকোনা সিডিএসপি প্রকল্প ব্যবস্থাপক মি. সুলভ রিছিল বলেন, শিশুরাই আগামি দিনের ভবিষ্যৎ। বর্তমানে করোনা ভাইরাইস মোকাবেলায় প্রত্যেক শিশুর অভিভাবকদের সচেতন হতে হবে। শিশুরা যেন নিরাপদে থাকতে পারে। তিনি আরো বলেন, প্রকল্পের পক্ষ থেকে জুরুরী খাদ্য সহায়তা রিলিফ বিতরণ অব্যাহত থাকবে।  

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর