• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

গোবিন্দগঞ্জে কবরস্থানে অক্ষত মরদেহ নিয়ে চাঞ্চলতা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৯  

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ৬ নং দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামের হাজি পাড়ায় পুরাতন কবরস্থানে মাটি কাটার সময় অক্ষত অবস্থায় গতকাল ২ ডিসেম্বর সোমবার সকাল ১১ টার দিকে লাশের সন্ধান পাওয়া যায়। এখবর ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ কবরটি ও মরদেহ দেখার আশা নিয়ে ভীড় জমায়।

 

এলাকাবাসী স‚ত্রে জানা যায়, ২'শ বছর আগের এ পুরাতন কবরস্থানে কোন ইমানদার পরহেজগার আল-াহওয়ালা ব্যক্তি হওয়ায় লাশ ও কাফনের কাপড় আজো অক্ষত অবস্থায় আছে। তবে অনেক পুরাতন হওয়ায় ওই লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি।তবে স্থানীয়রা দাবী করছে করবটি কোন স্থানীয় কোন নারী মূর্দার কবর ।

 

এ খবর জানাজানি হলে ওই কবরস্থানে নারী পুরুষ সহ বিভিন্ন বয়সী লোকজন ভীড় করছে মরদেহটি দেখার জন্য। উপস্থিত জনতার আগ্রহে স্থানীয় লোকজন এভাবে কবরের বের হওয়া পা ও কাফনের কাপড় ভালো অবস্থায় দেখ পায়। গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে কবরস্থানে উপস্থিত হয়ে কবরটি পূর্নরায় মাটি দিয়ে ঢেকে দেওয়া ব্যবস্থা করেন । এ কবর কে নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা প্রতিদিন কবরটি দেখতে উৎসুক মানুষ কবরের পাশে ভীর করছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর