• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

গোবিন্দগঞ্জে ১মন গাঁজা ও ট্রাকসহ গ্রেফতার ২

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৮ মার্চ ২০২০  

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে থানা পুলিশ এক অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা বহনকারী ট্রাকসহ ২ জন মাদককারবারী কে গ্রেফতার করেছে ।

 

থানা সূত্রে জানা যায়,আজ ৭ মার্চ শনিবার লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানা এলাকা হতে দুপুরে ঢাকা অভিমুখে রওনা দেয়া একটি ট্রাক যার নং ঢাকা মেট্রো ট ১৪-৬৬৭৮ যোগে কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা নিয়ে যাবার সংবাদ পেয়ে গোবিন্দগঞ্জ থানার এএসআই শওকত আলম সিদ্দিকীর নেতৃত্বে একটি টিম রাত অনুমানিক ১০ টা ০৫ মিনিটের  সময় হিরক মোড়ে কৌশলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে ট্রাক টি আটক পূর্বক ট্রাকের হুডের ভিতর তল্লাশি করে বিশেষ ভাবে রাখা ৮ টি মিনি বস্তায় প্যাকিং করা  অনুমান ৪০ কেজি গাঁজা উদ্ধার করে। এবং গাঁজা ব্যবসায়ী ও বিভিন্ন জায়গায় সরবরাহকারী আসামি ১। ড্রাইভার পলাশ খাঁ(২৮) ও  ২। হেলপার নাজিমুদ্দিন (২১) কে সহ ট্রাক টিসহ আটক করে। 

 

গ্রেফতারকৃতরা পাবনা জেলার বেড়া উপজেলার রাকসা নতুন ভারাংগা গ্রামের কেরামত খাঁর ছেলে ১। ড্রাইভার পলাশ খাঁ(২৮) ও একই উপজেলার সোনাপদ্দা গ্রামের মতিনের ছেলে ২। হেলপার নাজিমুদ্দিন (২১)। গ্রেফতারকৃত মাদককারবারীরা দীর্ঘ দিন হতে লালমনিরহাট জেলার ভারতীয় সীমানা এলাকা হতে  গাঁজা সংগ্রহ করে অন্যান্য মালামালের সাথে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে। এরা একটি সংঘবদ্ধ চক্র, এই চক্রের একাধিক ব্যক্তি এই কাজে নিয়োজিত।

 

এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, উদ্ধার কৃত গাঁজার আনুমানিক মুল্য ৪ লাখ টাকা। এঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর