• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিব নগর সরকার অস্ট্রেড কমিশনার মনিকা কেনেডিকে ইউসিবি বাংলাদেশের অভ্যর্থনা ইসলামপুরে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে যে নির্দেশনাগুলো দিলো স্বাস্থ্য অধিদফতর বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন: প্রধানমন্ত্রী এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে সই হবে ৫ চুক্তি ও সমঝোতা বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের তাগিদ আমরা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি: শেখ হাসিনা যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব বাঁচত

“গ্রামের মানুষের উন্নয়নে গুরুত্ব দিচ্ছে শেখ হাসিনার সরকার”

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১২ জুলাই ২০২০  

জামালপুর ৩ আসনের সাংসদ মির্জা আজম বলেছেন, শেখ হাসিনার সরকার সারাদেশে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছে। গ্রামের মানুষের উন্নয়নে সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। সরকার গ্রামের জনগণের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে গ্রামকে শহরে পরিণত করার কার্যক্রম গ্রহণ করেছে। যাতে মানুষ সকল আধুনিক নাগরিক সুযোগ সুবিধা গ্রামে বসেই পেতে পারে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। ২০৪১ সালে বিশ্বে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

 

তিনি ১১ জুলাই দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার চারটি সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

 

২০১৮-২০১৯ অর্থ বছরে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় (২য় পর্যায়) হাজরাবাড়ী আমতলা বাজার-সুরুজ মেম্বারের বাড়ি- সালোয়মান মাষ্টারের বাড়ি পর্যন্ত রাস্তাটি বিটুমিনাস কার্পেটিং রাস্তার দৈর্ঘ্য ১০৩০ মিটার। ব্রাহ্মণপাড়া আমতলা মোড় ঈদগাহ মাঠ পর্যন্ত রাস্তাটি আরসিসি রাস্তার দৈর্ঘ্য ৬৬০ মিটার।

 

জগৎ পাঠা মাদরাসা মোড়-আব্দুর রশিদের বাড়ি পর্যন্ত রাস্তাটি আরসিসি রাস্তার দৈর্ঘ্য ৫৩৬ মিটার। ঢালুয়াবাড়ী বেলা মন্ডলের বাড়ির মোড়-মান্নানের বাড়ির মোড় পর্যন্ত রাস্তাটি আরসিসি রাস্তার দৈর্ঘ্য ৩৩০ মিটার।

 

৩ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে আরসিসি সড়কের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে হাজরাবাড়ী পৌরসভা।

 

এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী কামরুজ্জামান, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামিন, হাজরাবাড়ী পৌরসভার সচিব শরিফুল আহমেদ, ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুল ইসলাম বাবুসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর