• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

চরগিরিশ ইউনিয়নের দুইশ রিক্সা ভ্যানচালক পেল সহায়তা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২০  

দেশব্যাপী করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রি জননেত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে ঘরে থাকা দুইশ ভ্যান রিক্সা চালকদের খাবার সহায়তা প্রদান করা হয়েছে।

 

শনিবার দুপুরে চরগিরিশ ইউনিয়নের নৌকাঘাটে এই কার্যক্রমের উদ্বোধন করেন  কাজিপুর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আলী আসলাম। 

 

এসময় সরকারিভাবে প্রতিজনকে ১০ কেজি করে চাল এবং কাজিপুরের সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় সাহেবের অর্থায়নে এক কেজি আলু ও একটি সাবান প্রদান করা হয়েছে। 

 

বিতরণকালে উপস্থিত ছিলেন নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির আইসি ইন্সপেক্টর গৌতম চন্দ্র মালী, চরগিরিশ ইউনিয়ন আ.লীগের সভাপতি আকতারুজ্জামান মিল্টন তালুকদার, সাধারন সম্পাদক আব্দুল মালেক বিএসসি, ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম সুমন, সাধারন সম্পাদক শাহিন আলম, ছাত্রলীগ সভাপতি হাসানুজ্জামান অনীক ও ইউপি সদসদ্যগণ । 

 

উল্লেখ্য চাল বিতরণে অনিয়মের অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক মিন্টুকে বিতরণ কার্যক্রম থেকে বহিস্কার করেছে উপজেলা প্রশাসন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর