• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

চলুন আমরা ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই: মোহম্মদ এ আরাফাত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২০  

বিএনপি-জামাতি একটি চক্র পরিকল্পিতভাবে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে অপপ্রচারে মাঠে নেমেছে। এরা একটা সিন্ডিকেট তৈরি করেছে। প্রথমে তাদের একজন নিজের ফেইসবুকে কোন সোর্স উল্লেখ না করে আওয়ামী লীগের একজন নেতার বিরুদ্ধে একটি মিথ্যা পোষ্ট দেয়। তারপর, সেই পোষ্টকে সোর্স হিসেবে উল্লেখ করে তাদেরই একটি ভুয়া নিউজ পোর্টালে তারা একটি নিউজ করে। তারপর তাদের সিন্ডিকেটের অন্যান্য সদস্যরা সেই ভুয়া লিংকটি ব্যবহার করে সেই মিথ্যা খবরটি ছড়িয়ে দেয়। তাদের, সেই মিথ্যা তথ্যের পোষ্টটি নিয়ে প্রশ্ন করা হলে তারা সেই ভুয়া লিংকটিকে প্রমান হিসেবে উল্লেখ করে। 

 

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অনেকেই না বুঝেই সেসকল অপপ্রচারের ফাঁদে পা দেয় এবং সেই মিথ্যা খবরটি ছড়িয়ে দিতে সহায়তা করে। 

 

বিএনপি-জামাতের মিথ্যা অপপ্রচারকারী এই চক্রের অনেকেই আবার নিজের ফেইসবুক প্রোফাইলে নিজেকে কঠোর দুর্নীতি বিরোধী এবং আল্লাহভীরু হিসেবে দাবি করে। 

 

এদের দ্বিচারিতা তথা হিপোক্রেসি কোন পর্যায়ে গেছে দেখুন। নিজেকে কঠোর দুর্নীতি বিরোধী এবং আল্লাহভীরু হিসেবে দাবি করা একই মানুষটা নিজেই একজন মিথ্যা অপপ্রচারকারী এবং মিথ্যা অপপ্রচারের মাধ্যমে মানুষের চরিত্র হনন করছেন। এদের কে বুঝাবে একটি ভুয়া পোর্টালের একটি ভুয়া খবর প্রচার করা দুর্নীতির চেয়েও জঘন্য অপরাধ। যারা মিথ্যা অপপ্রচার করে মানুষের চরিত্র হনন করে তারা দুর্নীতিবাজদের থেকেও নিম্ন শ্রেনীর মানুষ।

 

গুজব তথা মিথ্যা অপপ্রচারকারী এই শ্রেনীর মানুষগুলো তাদের নিজের দোষগুলো দেখে না শুধু অন্যের সমালোচনা করতে ওস্তাদ।

 

রাজনীতিবিদদের বিরুদ্ধে মিথ্যা লিখে চরিত্র হনন করার হীন মানসিকতা মত প্রকাশের স্বাধীনতা নয়। 

আওয়ামী লীগ সরকারের আমলে, দলে বা প্রশাসনে কেউ দুর্নীতি করলে সরকার নিজেই তাকে ধরছে। টেলিভিশন এবং সংবাদপত্রগুলোও স্বাধীন ভাবে বড় বড় হেডলাইন করছে। আওয়ামী লীগের সমর্থক এবং কর্মীরাও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে  সোচ্চার হচ্ছে। 

 

বিএনপি-জামাত আমলে সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না। সবার হাতে হাতে ক্যামেরা-সহ ফোন ছিল না। টেলিভিশন ছিল হাতে গোনা। দুর্নীতির ভাগ যেত সরাসরি হাওয়া ভবনে, তাই সাংবাদিক ভাইয়েরা এত সুন্দর করে হেডলাইন করতে পারতো না। এখন, চোর ধরেও বদনাম হয় আওয়ামী লীগের। আওয়ামী লীগের সুশাসন প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বিএনপি-জামাত ব্যবহার করছে আওয়ামী লীগের বিরুদ্ধেই। 

 

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল নাগরিক এবং আওয়ামী লীগের সকল নেতা কর্মী ও সমর্থকদের প্রতি একটিই আহ্বান থাকবে, আর তা হলো জননেত্রী শেখ হাসিনা এবং তার সহযোগীদের সমর্থন দিয়ে যান এবং দেশবিরোধী অপশক্তির অপপ্রচারের বিষয়ে সজাগ থাকুন। সংকীর্ণ মানসিকতা থেকে সংকীর্ণ ব্যক্তি স্বার্থে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ না বাধিয়ে একট্টা হয়ে থাকুন। একটি দেশের সার্বিক পরিবর্তন সাধন করা এত সহজ নয়। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটু একটু করে সেই পরিবর্তন হচ্ছে। দেশবিরোধী অপশক্তি সর্বদাই উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তন গুলো বাদ দিয়ে বিচ্যুতিগুলোকে অতিরঞ্জিত করে সামনে নিয়ে আসে। সাধারন মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই তারা এগুলো করে। আমাদেরও ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার পক্ষে, সত্যের পক্ষে দাঁড়াতে হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর