• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

চুম্বক দেবে মাইগ্রেন থেকে মুক্তি!

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২০  

আমরা অনেকেই মনে করি মাথা ব্যথা আর মাইগ্রেন একই রোগ। কিন্তু মোটেও এই দুটি এক নয়। যদিও অনেকেই এই দুটি ব্যাপারকে এক করে ফেলে। নানা কারণেই মাথা ব্যথা হতে পারে। দুশ্চিন্তায় বা মাইগ্রেনের কারণে তীব্র ব্যথা অনুভূত হয়।

 

মাইগ্রেনের সমস্যায় ভুগছেন এমন অনেক মানুষ আছেন। তারা ওষুধ খেয়েও এই কঠিন রোগ থেকে রেহাই পাচ্ছেন না। তবে এই রোগ থেকে রেহাই দিতে মার্কিন বিজ্ঞানীরা চেষ্টা চালিয়েছেন। তারপর তারা আবিষ্কার করলেন ‘পেইন জ্যাপার’ নামে এক ধরনের চুম্বকীয় পদার্থ। এর মাধ্যমে দুই ঘণ্টার মধ্যে একজন রোগী অনেকটাই আরাম পাবেন।

 

চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, যন্ত্রটির নাম সিঙ্গল পালস ট্রান্সক্র্যানিয়্যাল ম্যাগনেটিক স্টিমুলেশন সংক্ষেপে এসটিএমএস। এই চুম্বকীয় পদার্থ বিদ্যুৎ সংযোগের সাহায্যে মস্তিষ্কের কোষকে সজাগ করে তোলে।

 

যন্ত্রাংশটির প্রথম কাজ হিসেবে যন্ত্রটি মাথার পেছনের অংশে লাগিয়ে সুইচ অন করতে হয়। এটা মাথার ভেতর শর্ট সার্কিট ঘটিয়ে ব্যথা থেকে মুক্তি দেয়। এতে মাইগ্রেন থেকে আরাম পাওয়া যায়।

 

ক্যালিফোর্নিয়ার নিউরেলিভ ফার্ম ইতিমধ্যে ১৬০ জন রোগীর মাধ্যমে এই যন্ত্রাংশটি পরীক্ষা করেছে। এদের মধ্যে পুরুষ ও মাহিলা দুই-ই ছিল। এই রোগীরা ২৪ থেকে ৪৮ ঘণ্টা মাইগ্রেনের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন। এই পরীক্ষার পর রোগীদের একটি করে গেজেট ও ডামি যন্ত্রাংশ দেয়া হয়। রোগীদের মধ্যে ৪০ শতাংশ যন্ত্রটি ব্যবহার করে দুই ঘণ্টার মধ্যে রোগ থেকে মুক্তি পেয়েছেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর