• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে ঈদুল ফিতরে অতি দরিদ্ররা পাবে নগদ টাকা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২ মে ২০২১  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল ফিতর ও মানবিক সহায়তা হিসাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ভিজিএফ কার্ডের অনুকূলে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভায় ৫৭ হাজার ১১৪ দরিদ্র ও হতদরিদ্র পরিবার পাচ্ছে নগদ অর্থ।

জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে সরকারের বরাদ্দকৃত ভিজিএফ উপজেলার ডাংধরা ইউনিয়নে ৯ হাজার ৩ জনের অনুকূলে ৪০ লাখ ৫১ হাজার ৩৫০ টাকা, চরআমখাওয়া ইউনিয়নে ৮ হাজার ৭৬৪ জনের অনুকূলে ৩৯ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা, পাররামরামপুর ইউনিয়নে ৭ হাজার ৩১২ জনের ৩২ লাখ ৯০ হাজার ৪০০ টাকা, হাতীভাঙ্গা ইউনিয়নে ৪ হাজার ৫৯৫ জনের ২০ লাখ ৬৭ হাজার ৭৫০ টাকা, বাহাদুরাবাদ ইউনিয়নে ৯ হাজার ২০৭ জনের ৪১ লাখ ৪৩ হাজার ১৫০ টাকা, চিকাজানি ইউনিয়নে ৬ হাজার ৭৯৮ জনের ৩০ লাখ ৫৯ হাজার ১০০ টাকা, চুকাইবাড়ী ইউনিয়নে ৩ হাজার ২৫৬ জনের ২২ লাখ ৯৪ হাজার ১০০ টাকা, সদর ইউনিয়নে ৫ হাজার ৯৮ জনের ২২ লাখ ৯৪ হাজার ১০০ টাকা।

পৌর শহরে ৩ হাজার ৮১ জনের ১৩ লাখ ৮৬ হাজার ৪৫০ টাকা অনুকূলে ২ কোটি ৮৮ লাখ ৮৪ হাজার ১৫০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বরাদ্দকৃত অর্থ থেকে ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভায় ২৪ কোটি ৪৫ লাখ ১ হাজার ৩০০ টাকা। প্রতি পরিবার প্রতি ৪৫০ টাকা সহায়তার জন্য পাচ্ছে।

বন্যা আক্রান্ত, অন্যান্য দুর্যোগাক্রান্ত, দুঃস্থ, অতিদরিদ্র অগ্রাধিকার পরিবার পাবেন ভিজিএফের টাকা। এছাড়াও মানবিক সহায়তা পাচ্ছে উপজেলার ৮টি ইউনিয়নে ৪ হাজার পরিবার। প্রতিটি ইউনিয়নের ৫০০ পরিবারের অনুকূলে ৫০০ টাকা হিসাবে ২ লাখ ৫০ হাজার টাকা।

দেওয়ানগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিটি ইউনিয়নে ভিজিএফ উপকারভোগীদের নির্বাচিত করতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদকে নির্দেশ দেওয়া হয়েছে। ঈদুল ফিতরের আগেই বিতরণ করা হবে। এর সাথে মানবিক সহায়তা কর্মসূচীর অংশ হিসেবে সরকারের নির্দেশ মোতাবেক করোনাকালিন হত দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর