• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

বকশীগঞ্জে করোনা প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের অব্যাহত অভিযান

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১ এপ্রিল ২০২১  

বকশীগঞ্জে মরণব্যাধি করোনা সংক্রমান রোধে সাধারন মানুষদের মাস্ক ব্যাবহার বাধ্য করণ ও সচেতনা বৃদ্ধিতে পৃথকভাবে দুটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।

বুধবার উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে ১০ জন ও সহকারী কমিশনার (ভুমি) স্নিগ্ধা দাশের নেতৃত্বে অপর একটি ভ্রাম্যমান আদালতে আরও ১৩জনকে বিভিন্ন অংকের টাকা জরিমানা করা হয়। পাশাপাশি করোনা সংক্রমন রোধে মাস্ক ব্যবহারে উদ্ধুদ্ধ করনের জন্য প্রচারণাও চালায় প্রশাসন।

ভ্রাম্যমান আদালতে উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা-র আদালতে ১০টি মামলা এবং সহকারী কমিশনার (ভূমি) এর আদালতে ১৩টি মামলায় মোট ১০,৬০০/-টাকা জরিমানা আদায় করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা সাংবাদিকদের জানান, করোনা সংক্রমন রোধে মাস্ক ব্যবহার না করলে এই অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর