• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

জামালপুর উন্নয়ন সংঘের কর্মীদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৬ মার্চ ২০২০  

প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের দক্ষতা উন্নয়ন করে মাঠ পর্যায়ের কাজের গতিশীলতা আনয়নের লক্ষ্যে উন্নয়ন সংঘের মূলধারার কর্মীদের দুইদিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্ত হয়েছে। ৬ মার্চ সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে প্রশিক্ষণে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, কর্মসূচি ব্যবস্থাপক মিনারা পারভীন, সমন্বয়কারী (এসএমপি) শাহজাহান মিয়া, শাখা ব্যবস্থাপক আব্দুল আওয়াল, মাঠ সংগঠক সোহাগী বেগম প্রমুখ। দুইদিনের প্রশিক্ষণে সংস্থার সঞ্চয় ব্যবস্থাপনা কর্মসূচির ২০ জন কর্মী অংশ নেন।

প্রশিক্ষণে উন্নয়ন ধারণা, লিঙ্গ বৈষম্য দূরিকরণ, স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ঠ (এসডিজি) ধারণা, শিশু সুরক্ষা, অ্যাডভোকেসি ধারণা, কার্যকর যোগাযোগ ধারণা, দুর্যোগ, জলবায়ু পরিবর্তন, দুর্নীতি প্রতিরোধ, মানবাধিকার, প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভূক্তিকরণ, দল ব্যবস্থাপনা, সঞ্চয় ও ক্ষুদ্রঋণ ব্যবস্থাপনাসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়ন ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পর্যালোচনা হয় বলে আয়োজক সংস্থা জানায়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর