• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিব নগর সরকার অস্ট্রেড কমিশনার মনিকা কেনেডিকে ইউসিবি বাংলাদেশের অভ্যর্থনা ইসলামপুরে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে যে নির্দেশনাগুলো দিলো স্বাস্থ্য অধিদফতর বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন: প্রধানমন্ত্রী এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে সই হবে ৫ চুক্তি ও সমঝোতা বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের তাগিদ আমরা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি: শেখ হাসিনা যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব বাঁচত

জামালপুর ডায়াবেটিস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ জুলাই ২০২০  

জামালপুর সদরে অবস্থিত নবনির্মিত ও আধুনিক চিকিৎসা সুবিধাসম্পন্ন ছয়তলা বিশিষ্ট জামালপুর ডায়াবেটিস হাসপাতাল ভবন উদ্বোধন করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এবং উদ্বোধনী নামফলক উন্মোচন করে ১৮ জুলাই বিকেলে এই ভবনের শুভ উদ্বোধন করেন।

 

সরকারি বরাদ্দের ১৬ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জামালপুর ডায়াবেটিস হাসপাতাল ভবন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেছে। নবনির্মিত এই ভবন উদ্বোধনের মধ্য দিয়ে জামালপুর জেলার ডায়াবেটিসের রোগীদের উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হলো। ছয়তলা বিশিষ্ট নতুন এই ভবনের বিভিন্ন কক্ষে থাকছে জরুরি বিভাগ, সাধারণ ওটি, মেজর ওটি, সিটিস্ক্যান, এমআরআই, এক্স-সে, প্যাথলজি, ফিমেল ওয়ার্ড, আউটডোর কর্নার, কেবিন ও লাইব্রেরি। ভবনে উঠানামার জন্য দুটি পৃথক সিঁড়ি ও দুটি লিফটও রয়েছে।

 

ভবন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, আইনজীবী আমান উল্লাহ আকাশ, সোহরাব হোসেন বাবুল, জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ফরহাদ হোসেন মানু ও সাধারণ সম্পাদক সৈয়দ তারিকুল ইসলাম, জামালপুর শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দসহ ডায়াবেটিক সমিতির সকল সদস্য ও স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর