• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া বাংলা নববর্ষ উদযাপনে মানতে হবে ১৩ নির্দেশনা পদ্মাসেতুর নির্মাণশৈলী দেখে মুগ্ধ ভুটানের রাজা অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা

জামালপুর শহর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২০  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ” কে সামনে রেখে আগামী ১৫ ফেব্রুয়ারি জামালপুরে আওয়ামী লীগের জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন ও জনসভাকে সফল ও স্বার্থক করতে শহর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বর্ধিত সভার আয়োজন করে শহর আওয়ামী লীগ।

শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ভ‚মিমন্ত্রী রেজাউল করিম হীরা, জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি ও জিএসএম মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজনু প্রমুখ। সভা সঞ্চালনা করেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।

বর্ধিত সভায় এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, আইনজীবী আমান উল্লাহ আকাশ, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, কোষাধ্যক্ষ আইনজীবী মোহাম্মদ আব্দুল্লাহ, সদস্য নারায়ণ চন্দ্র পাল রানা, শাহারিয়ার উজ্জল, শহর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক জাকির হোসেন রুকু, হেলাল উদ্দিন, সাইফুল ইসলাম ফরিদ, চিকিৎসক আলী ইব্রাহীম, মোশারফ হোসেন মিঠু, যুগ্মসাধারণ সম্পাদক বিজু আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মুকুল, সামিউল আওয়াল ডনি, জাতীয় শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, শহর মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরী, শহর যুবমহিলালীগের সভাপতি প্যানেল মেয়র সায়মা হামজা সিমিসহ শহর আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা আগামী ১৫ ফেব্রুয়ারি সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে জামালপুর জেলা আওয়ামী লীগ কর্তৃক জনসভাকে জনসমুদ্রে পরিণত করার আহ্বান জানান। বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশ ক্রমে প্রতিটি উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ ভাবে যথা সময়ে সম্মেলনে উপস্থিত থাকার আহ্বান জানান।

আগামী ১১ ফেব্রুয়ারি থেকে জনসভাকে সফল ও স্বার্থক করতে জেলার প্রতিটি অঞ্চলে দলীয় মিছিল ও মাইকিংএর মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও জামালপুর শহরকে ব্যানার, তোরণ ও আলোকসজ্জার মাধ্যমে শহরকে বর্ণিল সাজে সুসজ্জিত করা হবে বলে বর্ধিত সভায় সিদ্ধান্ত গ্রহণ করেন নেতৃবৃন্দ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর