• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

জামালপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৯  

‘অভিগম্য আগামীর’ পথে এই পতিপাদ্য সামনে রেখে ৫ ডিসেম্বর জামালপুরে পালিত হয়েছে ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস। এ উপলক্ষে সকাল ১০টায় শহরের দয়াময়ী চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহর প্রদক্ষিণের পর চালাপাড়া প্রতিবন্ধী ভবনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়, অতিরিক্ত পুলিশ সুপার মো. বাছির উদ্দিন, সুইড বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি আইনজীবী এস আর জাহিদ আনোয়ার, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমনি, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম, বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি তারিকুল ফেরদৌস, সিড়ি সমাজ কল্যাণ সমিতির সভাপতি আরিফা ইয়াসমিন ময়ুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক।

অনুষ্ঠানে উন্নয়ন সংঘ, ব্র্যাক, ওয়ার্ল্ড ভিশন, সিডিডি, প্রসেস, এসএসএস, আশা, টিএস, অপরাজেয় বাংলাদেশ, টিআইবি, পারি ডেভেলপমেন্ট, ট্রাস্ট, সুইডসহ বিভিন্ন প্রতিবন্ধীভিত্তিক সংগঠন অংশ নেন।

আলোচনা সভা শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর