• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

জামালপুরে এইচআরডি নেটওয়ার্কের কমিটি গঠন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২০  

জামালপুর থেকে সকল প্রকার মানবাধিকার লঙ্ঘনের ঘটনামুক্ত করার অঙ্গীকার নিয়ে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ৭ সদস্য বিশিষ্ট স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। স্টিয়ারিং কমিটিতে জাহাঙ্গীর সেলিমকে আহ্বায়ক, মেহেদি হাসান ও মিনারা পারভীনকে যুগ্মআহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন আইনজীবী নুরুজ্জামান, মাহমুদ আলম তপন, শহানা পারভীন ও তাহেরুল ইসলাম।

৩১ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত জুম মিটিং এ সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের আহ্বায়ক জাহাঙ্গীর সেলিম। সভায় নেটওয়ার্কেও ৩৫জন সদস্য অংশ নেন।

আশঙ্কাজনকহারে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় এবং প্রতিরোধ কার্যক্রম গ্রহণ করার লক্ষ্যে জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জামালপুর জেলা শাখার সভা অনুষ্ঠিত হয়। সভায় যুক্ত হন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হিউম্যান রাইটস ডিফেন্ডার সুলতানা কামাল প্রতিষ্ঠিত সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) নির্বাহী পরিচালক ছাইদুর রহমান, উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি নারায়ণ চন্দ্র, এমএসএফ এর সমন্বয়কারী টিপু সুলতান প্রমুখ।

সভায় জামালপুরে জুলাই ও আগস্ট মাসে সংঘটিত খুন, ধর্ষণ, এসিড সন্ত্রাস, নির্যাতনসহ লোমহর্ষক মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস ও ভয়াবহ বন্যার মতো দুর্যোগ উপেক্ষা করে দুর্বৃত্তদের তান্ডবে অভিভাবকদের মাঝে আতঙ্কের সৃষ্টি করেছে বলে আলোচকগণ সভায় উল্লেখ করেন।

সভায় ধর্ষণ, নারী, শিশু নির্যাতনসহ যে কোন ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিরুদ্ধে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে সামাজিক আন্দোলন পরিচালনা করার সিদ্ধান্ত নেয়া হয়। এক্ষেত্রে স্মারকলিপি প্রদান, মিডিয়া ক্যাম্পেইন ও উঠান বৈঠকের মতো কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর