• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

জামালপুরে করোনা সনাক্তের আরটি পিসিআর ল্যাবের যাত্রা শুরু

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১২ মে ২০২০  

জামালপুরে প্রাণঘাতি করোনা পরিক্ষার আরটি পিসিআর ল্যাব স্থাপন কার্য্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের হলরুমে এক আলোচনা সভা শেষে আরটি পিসিআর ল্যাব স্থাপন উদ্ভোধন করা হয়।  

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জাা আজম এমপি , উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন, স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি, ফরিদুল হক খান দুলাল এমপি, জামালপুর ও শেরপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা, জেলা আওয়ামীলীগের সভাপতি এড. মুহাম্মদ বাকিবিল্লাহ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সানুয়ার হোসেন ছুনু, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এনামুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র হাসপাতালে ডাক্তার ও নার্স ও সকল কর্মচারী বৃন্দ।

 

এ সময় বক্তারা বলেন, ময়মনসিংহ বিভাগে একটি পরীক্ষার ল্যাব হওয়ায় করোনার নমুনা পরীক্ষার জট পড়ে যায়। রিপোর্ট দিতে হিমসিম খেতে হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কে। কেননা, ৪টি জেলা থেকে করোনার নমুনা সংগ্রহ করে পাঠায় স্বাস্থ্য বিভাগ। এরই ধারাবাহিকতায় জামালপুওে এ ল্যাবটি স্থাপন করা হলো সাধারণ মানুষের কল্যাণে। এবং ধন্যবাদ জানাই শিক্ষা মন্ত্রণালয়কে। কারণ শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এটি স্থাপন করা হলো। 

 

স্বাস্থ্য বিভাগ জানায়, যে পরিমান নমুনা পাঠানো হয় তার বিপরীতে পরীক্ষা হয় অনেক কম। জামালপুরে বেসরকারী উদ্যোগে প্রধান মন্ত্রী শেখ হাসিনার অনুমতি ক্রমে সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম ও তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপির সাবির্ক সহযোগিতায় ল্যাব স্থাপন করলো প্রশাসন। ল্যাবে তিন ঘন্টা পর,পর ৯২টি করে নমুনা পরীক্ষার রেজাল্ট দেওয়া সম্বভ হবে। দিনে প্রায় ৩০০টির মত নমুনা পরীক্ষা করা যাবে। জামালপুর ছাড়াও  শেরপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার মানুষ এই ল্যাবের সুফল পাবে বলেও জানা যায়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর