• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

জামালপুরে ফ্লাড রেসপন্স প্রকল্পের শিখন কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২০  

চলতি বছরের ভয়াবহ বন্যা এবং বৈশ্বিক মহামারী করোনা প্রাদুর্ভাবের কারণে জামালপুরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ টাকা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। জামালপুর ফ্লাড রেসপন্স প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের যৌথ উদ্যোগে জেলার ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলায় ১ হাজার ৭২৩ পরিবারের মাঝে টাকা ও হাইজিন কিটস বিতরণ করা হয়। এই বিতরণ কার্যক্রমের সফলতা, বাধা এবং অর্জিত অভিজ্ঞতার ওপর ১ সেপ্টেম্বর জামালপুরে অনুষ্ঠিত হয় শিখন কর্মশালা।

স্টার্ট ফান্ড ও ইউকে এইড এর আর্থিক সহায়তায় জামালপুর ফ্লাড রেসপন্স প্রকল্পের ৪৫দিনের কার্যক্রম বাস্তবায়ন শেষে অনুষ্ঠিত শিখন কর্মশালায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসির হলরুমে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন ওয়ার্ল্ড ভিশন ময়মনসিংহ অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক জর্জ সরকার, ফ্লাড রেসপন্স প্রকল্পের ব্যবস্থাপক রুহুল আমীন, উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি নারায়ন চন্দ্র দাস, স্বেচ্ছাসেবক রুমি আক্তার, উপকারভোগী মিন্টু মন্ডল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

পরপর তিনবার বন্যা ও চলামান কোভিড-১৯ এর প্রভাবে জামালপুর জেলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ইসলামপুর উপজেলার চারটি ইউনিয়ন এবং মাদারগঞ্জ উপজেলার দুটি ইউনিয়নকে চিহ্নিত করা হয়। ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় উন্নয়ন সংঘ মাঠ পর্যায়ে খানা জরিপের মাধ্যমে ১ হাজার ৭২৩ বিপদাপন্ন পরিবার নির্বাচন করে। ইসলামপুরে ১ হাজার ৭০ এবং মাদারগঞ্জে ৬৫৩টি ক্ষতিগ্রস্ত পরিবারকে নির্বাচিত করা হয়। প্রতিটি পরিবারে তিন হাজার নগদ টাকা প্রদানের পাশাপাশি ৫০টি মাস্ক, ১০টি গায়ে মাখা সাবান, ৫ প্যাকেট গুঁড়া সাবান, ৮ টুকরা কাপড় (ঋতুস্রাবকালীন ব্যবহারের জন্য), একটি বড় বালতি, একটি মগ, দুটি লিফলেট বিতরণ করা হয়।

চলমান মৌসুমী বৃষ্টির প্রভাবে বন্যা দুর্গত শিশু ও পরিবারের স্বাস্থ্যগত চাহিদা পূরণ ও ক্ষতিগ্রস্ত পরিবারের জীবিকা সহায়তায় দাতা সংস্থা স্টার্ট ফান্ড ও ইউকে এইড ৪৫ দিন মেয়াদী জামালপুর ফ্লাড রেসপন্স প্রকল্পে প্রায় ১ কোটি ৭ লাখ টাকা অনুদান প্রদান করে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর