• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

জামালপুরে বিএফএফ-সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৫ মার্চ ২০২১  

বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ জামালপুর লুইছ ভিলেজ পার্কে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলার ৮টি দল অংশগ্রহণ করে। এরমধ্যে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও জামালপুর মামুন স্মৃতি উচ্চ বিদ্যালয় দল চূড়ান্ত পর্বে উন্নীত হয়।

‘সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বিমুখ করছে’ বিষয় নিয়ে বিপক্ষে অংশ নিয়ে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জামালপুর মামুন স্মৃতি পাবলিক উচ্চ বিদ্যালয় দল। বিতর্কের পক্ষে অংশ নিয়ে রানারআপ হয় জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মোহাম্মদ বাকী বিল্লাহ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি আতিকুর রহমান ছানা, অতিরিক্ত জেলা প্রশাসক মোখলেছুর রহমান, সহকারী কমিশনার ভূমি (সদর) মাহমুদা বেগম, জামালপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক চিকিৎসক সাজদা-ই জান্নাত তনু।

ফাইনাল রাউন্ডের বিচারকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, বিশিষ্ট কবি ও সাংবাদিক সাযযাদ আনসারী এবং সাজ্জাদ হোসেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সুহৃদ সমকাল জেলা কমিটির সভাপতি জাহিদুল আলম সোহেল।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দৈনিক সমকাল ও চ্যানেল-২৪ এর জামালপুর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু। বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড পরিচালনা করেন আব্দুল হাই আল হাদী।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর