• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া বাংলা নববর্ষ উদযাপনে মানতে হবে ১৩ নির্দেশনা পদ্মাসেতুর নির্মাণশৈলী দেখে মুগ্ধ ভুটানের রাজা অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা ঈদে সরকারি ছুটির সমান ছুটি পাবেন শ্রমিকরা

জামালপুরে ব্রহ্মপুত্র নদের বাজার উচ্ছেদ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০  

জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় ব্রহ্মপুত্র নদের শহররক্ষা বাঁধের নিচে অবৈধভাবে স্থাপিত বাজার উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৬ সেপ্টেম্বর দুপুরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী হাকিম ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম।

অভিযান সূত্রে জানা গেছে, জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় ব্রহ্মপুত্র নদের শহররক্ষা বাঁধের নিচে স্থানীয় একটি প্রভাবশালী মহল প্রশাসনের বিধিনিষেধের কোন তোয়াক্কা না করেই অন্তত ৪০টি ছোটবড় টিনের দোকানঘর নির্মাণ করে অবৈধভাবে বাজার পরিচালনা করে আসছিল। এর আগেও বেশ কয়েকবার এই বাজারটি উচ্ছেদ করে জামালপুর সদর উপজেলা প্রশাসন সেখানে ‘কৃষকের বাজার’ সাইনবোর্ড লিখে প্রতিদিন সকালে একবেলা খোলাস্থানে কৃষিপণ্য শাক-সবজি ও মাছ বিক্রির অনুমতি দিয়েছিল।

কিন্তু কিছুদিন সেভাবে চললেও প্রভাবশালীদের ছত্রছায়ায় স্থানীয় কতিপয় ব্যবসায়ী সম্প্রতি বন্যার পানি নেমে যাওয়ার পর পুনরায় সেখানে স্থাপনা নির্মাণ করে অবৈধভাবে বাজার বসায়। এ নিয়ে ফের জেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় বাজারটি স্থায়ীভাবে উচ্ছেদের দাবি ও পরামর্শ আসে। এর প্রেক্ষিতে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম ১৬ সেপ্টেম্বর দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বাজারের অন্তত ৪০টি দোকান ঘরের স্থাপনা ভেঙে দিয়ে বাজারটি সম্পূর্ণরূপে উচ্ছেদ করা হয়।

এ সময় সবজি ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে শর্ত সাপেক্ষে প্রতিদিন সকালে একঘন্টা সময় করে খোলাস্থানে অস্থায়ী ও ভাসমান ‘কৃষকের বাজার’ বসানোর অনুমতি দিয়েছেন নির্বাহী হাকিম।

নির্বাহী হাকিম মাহমুদা বেগম এ প্রসঙ্গে এ প্রতিবেদককে বলেন, ব্রহ্মপুত্র নদের শহররক্ষা বাঁধের নিচে জমি দখল করে অবৈধভাবে স্থাপিত বাজারের সমস্ত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শর্ত সাপেক্ষে সেখানে সকালবেলা এক ঘন্টা সময় ধরে কৃষকের বাজার বসানোর অনুমতি দেওয়া হয়েছে। শর্ত ভঙ্গ করলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর