• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া বাংলা নববর্ষ উদযাপনে মানতে হবে ১৩ নির্দেশনা পদ্মাসেতুর নির্মাণশৈলী দেখে মুগ্ধ ভুটানের রাজা অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা

জামালপুরে মতি মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে কালিজিরা ও রসুন বিতরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২০  

জিবন কেড়ে নেওয়া করোনা ভাইরাস প্রতিরোধে জামালপুরে ভাষা সৈনিক মতি মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে কালিজিরা, রসুন এবং ব্লিচিং পাউডার বিতরণ করা হয়। ৪ এপ্রিল শহরের ২০০ জন নিম্নআয়ের মানুষের মাঝে এসব বিতরণ করা হয়।

 

বিতরণকারীরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিতরণকালে গ্রহীতাদের বলেন, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন সকালে নাস্তার সময় ৩০টি কালিজিরা এবং এক কোয়া রসুন খেতে হবে৷ ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন শ্রমজীবী ও দরিদ্রদের মাঝে কালিজিরা, রসুন ও ব্লিচিং পাউডার বিতরণ একইসাথে করোনা প্রতিরোধে এগুলোর ব্যবহারে সচেতন করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সাবেক সভাপতি অধ্যাপক হাসান মাসুদ, উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম, শাহরিয়ার মোর্তজা ছোটন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন, সদস্য শাহরিয়ার সজীব ও পিয়াল।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর