• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া বাংলা নববর্ষ উদযাপনে মানতে হবে ১৩ নির্দেশনা পদ্মাসেতুর নির্মাণশৈলী দেখে মুগ্ধ ভুটানের রাজা অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা

জামালপুরে র‌্যাবের অভিযানে ৪ জন মাদকসক্তকে সাজা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০  

জামালপুর সদর উপজেলার দড়িপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাঁজা সেবন করার অপরাধে চারজনের প্রত্যেককে সাতদিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ জরিমানা ও অনাদায়ে আরও একদিনের কারাদন্ড দেওয়া হয়েছে। ২৬ সেপ্টেম্বর দুপুরে র‌্যাব-১৪ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা এবং স্কোয়াড অধিনায়ক সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম রওজাতুন জান্নাতের উপস্থিতিতে ২৬ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে জামালপুর সদর উপজেলার দড়িপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় গাঁজা সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২(১) ধারায় চারজনের প্রত্যেককে সাতদিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও একদিনের কারাদন্ড দেন নির্বাহী হাকিম রওজাতুন জান্নাত।

কারাদন্ডপ্রাপ্তরা হলেন- জামালপুর সদর উপজেলার পশ্চিম ফুলবাড়িয়া এলাকার মো. সালামের ছেলে মো. আসিকুর রহমান ওরফে আসিক (২৩), জহিরুল ইসলামের ছেলে মো. মাসুদ রানা (১৮), শরীফের ছেলে মো. সাইফুল ইসলাম (২২) ও দড়িপাড়ার মজনু শেখের ছেলে মো. ফনি (১৮)।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর