• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

জামালপুরে শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০  

জামালপুরে হতদরিদ্র ও ঝরে পড়া শিশুদের শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি সকালে বেলটিয়ায় লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্কের মিলনায়তনে বেসরকারি সংস্থা আশা এ সম্মেলনের আয়োজন করে।

শিক্ষা সেবিকা সম্মেলনের উদ্বোধন করে বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

আশার ঢাকা বিভাগের পরিচালক আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, জেলা প্রেসক্লাব সভাপতি এম এ জলিল, আশা কর্মকর্তা সিনহুক মোস্তুফা, মো. সাইদুল ইসলাম চৌধুরী, মো. হাসমত আলী প্রমুখ।

বক্তারা হতদরিদ্র ও ঝরে পড়া শিশুদের প্রাথমিক শিক্ষাগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার বিষয়ে আলোকপাত করেন।

সম্মেলনে আশা’র বিভিন্ন শাখার ২৫৫ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০০ শিক্ষা সেবিকা ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর