• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

জামালপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় পতাকা মিছিল

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১ মার্চ ২০২১  

বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মার্চের প্রথম দিন বিভিন্ন সংগঠনের উদ্যোগে পালিত হয় জাতীয় পতাকা মিছিল। এতে নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাদরুজ্জামান হেলাল বীর প্রতীক। ১ মার্চ বেলা ৩টায় জামালপুরের ঐতিহাসিক মুক্তিসংগ্রাম যাদুঘর প্রাঙ্গণ থেকে জাতীয় পতাকা মিছিল বের হয়।

সম্মিলিত সামাজিক আন্দোলন, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এবং উন্নয়ন সংঘ যৌথভাবে জাতীয় পতাকা মিছিলের আয়োজন করে।

সম্মিলিত সামাজিক আন্দোলন ও হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জামালপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে সমাবেশ ও মিছিলে অন্যান্যের মাঝে অংশ নেন প্রবীণ রাজনীতিক সুকুমার চৌধুরী, মুক্তিসংগ্রাম যাদুঘরের ট্রাস্টি ও পরিচালক উৎপল কান্তি ধর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সুজায়াত আলী ফকির, প্রবীণ রাজনীতিক আব্দুল মান্নান ভাষানী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. জাহিদ হোসেন রবি, সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার উপদেষ্টা আমির উদ্দিন, আলী জহির, সাযযাদ আনসারী, সাধারণ সম্পাদক হিল্লোল সরকার, সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ, সদস্য গোপাল দে, উন্নয়ন সংঘের সহকারী পরিচালক (কর্মসূচি) মোর্শেদ ইকবাল, সমন্বয়কারী নাজমুল হাছান, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্য সচিব সাব্বির হোসেন রিয়াদ, সদস্য আরজু আহম্মেদ প্রমুখ।

মিছিলের পূর্বে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাদরুজ্জামান হেলাল বীর প্রতীক এর হাতে জাতীয় পতাকা তুলে দেন সম্মিলিত সামাজিক আন্দোলন ও হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জামালপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিম।

মিছিলে উদীচী শিল্পী গোষ্ঠী, নাট্যনীড়, মুক্তি সংগ্রাম যাদুঘরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মাসব্যাপী বিভিন্ন আয়োজনের অংশ হিসেবে ১ মার্চ পতাকা মিছিল থেকে স্বাধীনতা, সার্বভৌমত্বকে সুসংহতকরণ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, দুর্নীতি, নারী, শিশু, সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর সকল ধরনের নিপীড়ন প্রতিরোধসহ শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার করা হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর