• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

জামালপুরের দুটি গ্রাম করোনা সংক্রামিত এলাকা ঘোষণা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৪ জুন ২০২০  

জামালপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও আটজন প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই গ্রামে চারজন শনাক্ত হওয়ায় জামালপুর সদরের দুটি গ্রামকে করোনা সংক্রামিত এলাকা হিসেবে ঘোষণা করেছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্যবিভাগ। ১৩ জুন রাতে জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস এ তথ্য নিশ্চিত করেন।

 

চিকিৎসক প্রণয় কান্তি দাস জানান, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৩ জুন জামালপুরের ১০৪টি নমুনা পরীক্ষায় নতুন করে আটজনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এর মধ্যে বকশীগঞ্জ উপজেলায় একজন এবং জামালপুর সদর উপজেলায় সাতজন রয়েছেন। তাদের মধ্যে এক শিশুসহ ছয়জন পুরুষ ও নারী রয়েছেন দু’জন।

 

নতুন আক্রান্তদের মধ্যে জামালপুর সদরের শরিফপুর ইউনিয়নে আগে আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকা একজন ব্যবসায়ীর পাঁচ বছর বয়সের ছেলে ও প্রতিবেশী দুই যুবক রয়েছেন। একই এলাকায় কয়েকদিনের ব্যবধানে মোট চারজন করোনার রোগী শনাক্ত হওয়ায় উপজেলা প্রশাসন এ ইউনিয়নের শরিফপুর বাজার এলাকাসহ দুটি গ্রামকে করোনা সংক্রামিত এলাকা হিসেবে ঘোষণা করেছে। এছাড়া নতুন আক্রান্তদের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের একজন অফিস সহায়ক, কৃষি ব্যাংকের একজন ক্যাশিয়ার, একজন মাছ ব্যবসায়ী ও দুজন গৃহিণী রয়েছেন।

 

তিনি আরও জানান, নতুন আক্রান্ত আটজন নিয়ে এ পর্যন্ত জামালপুর জেলার সাতটি উপজেলায় মোট করোনায় আক্রান্ত ৪১২ জন। মৃত্যু পাঁচজন। ১৩ জুন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ ১৮২। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২২৫ জন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর