• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

জামালপুরের দেওয়ানগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯  

‘সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেহলায় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১২ ডিসেম্বর সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসন শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন, নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন, সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন নাহার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান, গণচেতনার সমন্বয়কারী ফাতেমা নার্গিস, ইসলামি ফাউন্ডেশনের আব্দুল সোবাহান, তথ্যসেবা সহকারী অন্তরা পাল ও ভোরের কাগজ প্রতিনিধি বিল্লাল হোসেন মন্ডল।

আলোচনা সভা শেষে ‘সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’ শীর্ষক সেমিনারে ডিজিটাল চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কমকর্তা সুলতানা রাজিয়া।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর