• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

জামালপুরের সরিষাবাড়ীতে বাল্যবিয়ে প্রতিরোধে জাগরণী অনুষ্ঠান

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২০  

করোনা সংক্রমণের প্রাদুর্ভাবের সুযোগে জামালপুরে বাল্যবিয়ের প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনায় সরকারি, বেসরকারি উদ্যোগে শুরু হয়েছে নানামূখী প্রতিরোধ কার্যক্রম। এরই ধারাবাহিকতা ১০ সেপ্টেম্বর সরিষাবাড়ী উপজেলায় জাগরণীমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ।

সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উন্নয়ন সংঘের সহযোগিতায় অনুষ্ঠিত আলেচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) কাইমুল ওয়াসিমা নাহাত, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনিন, মহাদান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল, সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আস্থা প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক বাঁধন।

আলোচনা সভা শেষে উপজেলার মহাদান ইউনিয়নের বনগ্রাম মানক উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে মনোজ্ঞ পথনাটকের প্রদর্শনী হয়। উন্নয়ন সংঘের সহযোগী প্রতিষ্ঠান স্বপ্ন নাট্যদল পরিবেশিত বাল্যবিয়ে প্রতিরোধমূলক সচেতনতা সৃষ্টিমূলক পথনাটক সুদিন উপস্থিত সবাই মনোযোগের সাথে উপভোগ করেন। নাটকে বাল্যবিয়ের পাশাপাশি গর্ভবতী ও প্রসূতি মায়ের যত্ন, নবজাতকের যত্ন, প্রাতিষ্ঠানিক প্রসবের গুরুত্ব, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন বার্তা দেওয়া হয়।

নাটকের আগে উপস্থিত কিশোর, কিশোরীদের উদ্দেশ্যে কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ। বাল্যবিয়ের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

ইউনিসেফ এর সহায়তায় আইএমএসআরএইচআরএমএনএইচ প্রকল্পের আওতায় উন্নয়ন সংঘ মা ও নবজাতকের স্বাস্থ্য, কিশোর, কিশোরীদের ক্ষমতায়ন, বাল্যবিয়ে প্রতিরোধে সারা জেলায় কার্যক্রম পরিচালনা করে আসছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর