• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

জামালপুরের ১৩জনের নমুনা সংগ্রহের ফলাফলে কেউই করোনায় আক্রান্ত হয়নি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২০  

জামালপুরের গত ২৪ ঘন্টায় সন্দেহজনক ১৩ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ পাঠানো হয়েছে।

শনিবার সন্ধ্যায় পরীক্ষা শেষে কারো শরীরেই করোনা ভাইরাসের উপস্থিত পাওয়া যায়নি বলে ঘোষনা জামালপুরের সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান।

তিনি সন্ধ্যায় সাপ্তাহিক বকশীগঞ্জকে এ তথ্য দেন।

তিনি আরও জানান, কাউকে সন্দেহ হলেই তার নিকট থেকে নমুন সংগ্রহ করা হবে, এতে কোন টাকা পয়সা লাগবে না।

এদিকে জামালপুরে করোনা পরীক্ষা ল্যাব স্থাপন করা হবে কি না জানতে চাইলে তিনি জানান, এটি আপাদত সম্ভব নয়, কারণ এটি অনেক ব্যায় বহুল ও দক্ষ ট্যাকনেশিয়নের প্রয়োজন হয়। তবে ময়মনসিংহ থাকলেও কোন সমস্যা নেই। আমরা দ্রুত নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করতে পারব।

ব্যক্তিগতভাবে কেউ এই পরীক্ষা করতে পরবে না বলে তিনি জানান। এক্ষেত্রে নমুনা জামালপুরে দিলে তারা বিনা খরচে পরীক্ষা করে এনে দিবে।

এদিকে ময়মনসিংহ করোনা পরীক্ষা ল্যাব স্থাপন হওয়াতে এ অঞ্চলের মানুষের অনেকটাই আতংক কমে গেছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর