• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

জামালপুরে হোম কোয়ারেন্টাইনে ৫১, মেলান্দহে একজনকে জরিমানা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ মার্চ ২০২০  

জামালপুরের মেলান্দহে বিদেশ ফেরত একজনকে হোম কোয়ারেন্টাইনে না থাকার কারনে ভ্রাম্যমান আদালতের অর্থ জরিমানা। 

 

অন্য দিকে সাত উপজেলায় ৫১জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরার্মশ দিয়েছে জেলা স্থাস্থ্য বিভাগ ।

 

বৃহস্প্রতিবার (১৯মার্চ) দুপুরে জামালপুরে মেলান্দহ উপজেলার ঝাউগড়া এলাকার এক সৌদি ফেরত  প্রবাসী ব্যাক্তিকে করোনা ভাইরাস সংক্রমক  রোগের সরকারী আদেশ অমান্য করে এবং বিভিন্ন জায়গায় চলাচল করে জনমনে আতংক সৃষ্টি করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে নিবার্হী মেজিস্ট্রেট ও  উপজেলা নির্বাহী কর্মকর্তা তামীম আল ইয়ামীনের ভ্রাম্যমান আদালত এবং সেই সাথে তাকে মির্জা আজম অঢিটরিয়ামের অস্থায়ী হোম কোয়ারেন্টাইনে  থাকার বাধ্যতামূলক আদেশ দিয়েছে। 

 

জামালপুর সিভিল সার্জনের তথ্যমতে,২৯জন থেকে গত ২৪ঘন্টায়  বিদেশ ফেরত ২২জন করোনা ভাইরাস সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে ৫১জন দাঁড়িয়েছে।সাত উপজেলাগুলোর মধ্যে বিদেশ ফেরত সন্দেহভাজনের সংখ্যা সদরে ৯, মাদারগঞ্জ ১৭, বকশিগঞ্জ ৯, দেওয়ানগঞ্জ ৭, মেলান্দ ১, ইসলামপুর ৫জন সরিষাবাড়ী৩ রয়েছে। এদের প্রত্যেকেই হোম কোয়ারেন্টাইনে থাকার পরার্মশ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর