• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

জামালপুরে ৯ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৪৫১

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ জুন ২০২০  

জামালপুরে বাড়ছে প্রতিনিয়তই করুনা রোগী। গত ২৪ঘন্টায় নতুন করে প্রানঘাতী করোনা ভাইরাসে তথ্য অফিসার ও একই পরিবারের তিনসদস্য এবং একজন স্বাস্থ্যসহকারীসহ ৯ জনের নমুনা পরীক্ষায় সংক্রামন শনাক্ত হয়েছে। শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ ল্যাবে ১১৭টি নমুনা পরীক্ষার রিপোর্টে ৯ জনের  করোনা পজিটিভ ধরা পড়ে। শনিবার(২০জুন) ওই ব্যক্তিদের দেহে  করোনা পজেটিভ  শনাক্ত নিশ্চিত করেছেন  জেলা স্বাস্থ্য বিভাগ। জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে জামালপুরের সরিষাবাড়ীতে ২, ইসলামপুরে ৪, মেলান্দহে ১, মাদারগঞ্জে ২ জন।

আক্রান্ত  ব্যক্তিদের  মধ্যে সরিষাবাড়ী উপজেলায় ৬০ বছর বয়সী এক ব্যক্তি ১৬ জুন নমুনা দেওয়ার একদিন পর সাভারে গিয়ে মারা যায়, পরে তার লাশ  কাউকে না জানিয়ে দাফন করা হয় ,এছাড়াও সরিষাবাড়ীর স্থায়ী বাসিন্দা গাজীপুরের তথ্য অফিসার এবং মেলান্দহ উপজেলার ২নং কুলিয়া ইউনিয়নের কুলিয়া গ্রামের ৩৩বছর বয়সী এক গৃহিনী,  ইসলামপুর  উপজেলার পৌর এলাকার গাওকুড়া  গ্রামের একই পরিবারের তিন সদস্য ৭৫ বছর বয়সী এক পুরুষ তার  ৬০বছর বয়সী স্ত্রী ও ৩০ বছর বয়সী ছেলের বৌ , একই উপজেলার উলিয়া বাজারের  নতুন বাজার হারগিলা গ্রামে ৩২ বছর বয়সী এক নারী সে বর্তমানে ঢাকার মাদারটেক এলাকায় অবস্থান করছে।   এছাড়া মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের নব্বচর গ্রামের ৪৫বছর বয়সী পুরুষ ও বালিজুড়ী ইউনিয়নের ৪০ বছর বয়সী এক স্বাস্থ্য সহকারীর করোনা ভাইরাসের উপসর্গ থাকায় তাদের নমুনা পরীক্ষায় পজেটিভ আসে।

 জেলায় ২৭ চিকিৎসক, একজন পল্লী চিকিৎসক ও ৭১ জন  সরকারী স্বাস্থ্যকর্মী  এবং ১০জন বেসরকারী স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত ৪৫১ জনের মধ্যে ৬জন করোনা আক্রান্তে মারা যায় । এদের মধ্যে ২ নারীর ও চারজন পুরুষ । হোম আইসেলেশনে থাকা দুইজন চিকিৎসকসহ আরো একজনকে ঢাকায় এবং ৩ জনকে ময়মনসিংহে রেফার্ড করা হয়। এছাড়াও শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিট থেকে ছাড়প্রত্র নিয়ে  সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২০১ জন ।

 জেলার সংক্রমণের উপজেলাগুলোতে সরিষাবাড়ীতে ৪২, মেলান্দহে ৭৪, মাদারগঞ্জে ৩১, বকশিগঞ্জে ৪৭, দেওয়ানগঞ্জে ৩৩, ইসলামপুরে ৮৮, সদরে ১৩৮ জন। 

জামালপুর সিভিল সার্জন ডাঃ প্রনয় কান্তি দাস জানান, শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ ল্যাবে ১১৭টি নমুনা পরীক্ষায় ৯ জন  করোন শনাক্ত হয়। ওই ব্যক্তিরা নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিল। জেলা মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৫১ জন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর