• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

জিঙ্ক ধান উৎপাদনের আধুনিক কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২০  

আজ বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচর, কৃষকদের নিয়ে  জিংক ধান উৎপাদনের আধুনিক কলাকৌশল শীর্ষক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

 

BIeNGS প্রকল্প, ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর তত্ত্বাবধানে, হারভেস্ট প্লাস বাংলাদেশ বাস্তবায়নে,  জামালপুর জেলা,দেওয়ানগন্জ্ঞ উপজেলা,ডাংধরা ইউনিয়নের ক্ষুদ্র কৃষকদের মাঝে জিঙ্ক ধানের বীজ বিতরণের পর, সেই কৃষকদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন  করা হয়।

 

 উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন BIeNGS project, হারভেস্ট প্লাস বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার পলাশ গোষামি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা (ডাংধরা) মোঃ ওসমান গনি,  উপ-সহকারী কৃষি কর্মকর্তা (ডাংধরা)  মোছাঃ শামসুন্নাহার।

 

 আরও উপস্থিত ছিলেন (BIeNGS project), হারভেস্ট প্লাস বাংলাদেশ এর সুপারভাইজার মোঃ শহিদুর রহমান, কমিউনিটি সম্প্রসারণ ফ্যাসিলিটেটর(সিইএফ) মোছাঃ হাসিনা বেগম, BIeNGS project, উন্নয়ন সংঘ ডাংধরা ইউনিয়নের সিএফ মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ)।

এসএফ শহিদুর রহমান প্রকল্পের পরিচিতি,  লক্ষ্য, উদ্দেশ্য, নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

 

জিংক ধানের পরিচিতি, জিংক ধানের উপাদান, চাষ পদ্ধতি, কৌশল,  ফলনের ধাপ সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন পিও পলাশ গোষামি, তিনি কৃষকদের ভিডিও ফুটেজের মাধ্যমে ভালোভাবে বুঝিয়ে দেন।

 

জিংক ধান চাষের জমি, বীজতলা, চাষ পদ্ধতি, সার প্রয়োগ, ধানের রোগবালাই, রোগের লক্ষণ, প্রতিরোধ, প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ওসমান গনি। তিনি কৃষকদের লাভবান হওয়ার জন্য ভালো ভালো পরামর্শ প্রদান করেন। 

 

শামসুন্নাহার বেগম আধুনিক কলাকৌশল ও পোকামাকড় দমনের বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এতে কৃষক গণ জিংক ধান চাষের জন্য উৎফুল্ল হয়।

এ ছাড়াও কৃষি চাষাবাদের জন্য আধুনিক যান্ত্রিক গুলোর সাথে কৃষক পরিচিত হন।

 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর