• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

জোয়ানেরচর খাঁ পাড়া "দরিদ্র, অতি দরিদ্র চিহ্নিত" কার্যক্রম

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২০  

আজ বৃহস্পতিবার ২লা জানুয়ারি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের,জোয়ানেরচর কমিউনিটি ক্লিনিকের আওতাধীন, জোয়ানেরচর খাঁ পাড়া গ্রামে। বাড়িতে বাড়িতে গিয়ে মাঠ পর্যায়ে পরিদর্শন করে "দরিদ্র, অতি দরিদ্র  চিহ্নিত " করা হয়। 

 

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর তত্ত্বাবধানে, উন্নয়ন সংঘ বাস্তবায়নে, BIeNGS প্রকল্প বাস্তবায়ন হচ্ছে জামালপুর ও শেরপুর জেলায়।

 

সেই সুবাদে জোয়ানেরচর খাঁ পাড়া গ্রামে ৪টি ক্যাটাগরি অনুযায়ী দরিদ্র, অতি দরিদ্র চিহ্নিত করা হয়। 

 

এসময় উপস্থিত ছিলেন দায়িত্ব প্রাপ্ত সিভিএ আফসানা মিমি মিম,  পিডিএইচ ভলান্টিয়ার মোছাঃ মিনারা খাতুন, সিএনপি শরিফা খাতুন ও সিএফ মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ)। 

 

সিএফ মোঃ ফরিদুল ইসলাম বলেন, গর্ভবতী মা, দুগ্ধ দানকারী মা, পাঁচ বছরের নিচে শিশু, ও কিশোরী রয়েছে। এমন পরিবার থেকে দরিদ্র, অতি দরিদ্র চিহ্নিত করা হয়। যাদের বাড়তি আয়ের সুযোগ নাই, অন্যের বাড়িতে থাকে, শুধু বসত ভিটা আছে, ভিক্ষা বৃত্তি করে খায়, দিন মজুর,ইত্যাদি।

এসব পরিবারের তালিকা প্রণয়ন করা হয়। 

 

এর আগে সকাল ৯টার সময় সোনা কুড়া গ্রামে "শাক সবজি" উৎপাদনকারী দলের সদস্য মোছাঃ এজবাহাতন বেগমের "বেগুনের প্লট " পরিদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন দায়িত্ব প্রাপ্ত সিএফ মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ)। 

 

সিএফ মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ),বেগুন চাষের কৌশল সম্পর্কে জিজ্ঞাসা করলে, সোনা কুড়া শাক সবজি উৎপাদনকারী সদস্য মোছাঃ এজবাহাতন বেগম বলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ওসমান গনি সাহেবের পরামর্শ ও দিক নির্দেশনা অনুযায়ী বেগুনের প্লট করা হয়। সেই সাথে টমেটোর প্লট, শিমের প্লট, গাজরের প্লট, বডবডির প্লট, শশার প্লট আলাদা আলাদা করা হয়। যার ফলে অন্যান্য বছরের চেয়ে এবার বাম্পার ফলন পাচ্ছি। তিনি সকল কে বিক্রয়ের জন্য উত্তোলনকৃত বেগুন দেখায়, তাহা সকলে মিলে দেখা হয়। 

 

আরও উপস্থিত ছিলেন, সোনা কুড়া শাক সবজি উৎপাদনকারী দলের সভাপতি মোঃ নুরুল ইসলাম, সেক্রেটারি মোঃ আঃ খালেক, ক্যাশিয়ার মোছাঃ গোলাপী বেগম সহ সদস্য গন। 

 

সিএফ ফরিদ আরও বলেন, বসত ভিটায় সবজির বাগান স্থাপন করতে হবে। বাড়ির আঙ্গিনায়, ঘরের পিছনে, বসত বাড়ির আশেপাশে পুষ্টি সমৃদ্ধ বাগান স্থাপন করে পুষ্টির চাহিদা পুরণ করতে হবে।

 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর