• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

জোয়ানেরচর মুন্সি পাড়া বেগুনের প্রদর্শনী প্লট পরিদর্শন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৯  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের, জোয়ানেরচর মুন্সি পাড়া গ্রামে আজ রবিবার ২২শে ডিসেম্বর  "বেগুনের প্রদর্শনী প্লট" পরিদর্শন করা হয়। 

 

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর তত্ত্বাবধানে, উন্নয়ন সংঘ বাস্তবায়নে, BIeNGS প্রকল্প বাস্তবায়ন হচ্ছে জামালপুর ও শেরপুর জেলায়।

 

সে সুবাদে, দেওয়ানগন্জ্ঞ উপজেলার ডাংধরা ইউনিয়নের জোয়ানেরচর কমিউনিটি ক্লিনিকের আওতাধীন, জোয়ানেরচর মুন্সি পাড়া বেগুন উৎপাদনকারী দলের সভাপতি মোঃ বদিউজ্জামান এর বেগুনের "প্রদর্শনী প্লট"  মাঠ পর্যায়ে পরিদর্শন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘ ইসলামপুর এর ইকোনোমিকস ভেল্যু চেইন স্পেশালিষ্ট অফিসার মোঃ মামুন। আরও উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার গাব্রিয়েল পালমা, প্রোগ্রাম অফিসার মোঃ আল মজনু, ও দায়িত্ব প্রাপ্ত সিএফ মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ)। 

 

প্রোগ্রাম অফিসার আল মজনু  বেগুনের প্রদর্শনী প্লটের কৌশল সম্পর্কে জিজ্ঞাসা করলে, সভাপতি মোঃ বদিউজ্জামান বলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ওসমান গনি সাহেবের দিকনির্দেশনা ও পরামর্শ ক্রমে বেগুনের প্রদর্শনী প্লট করা হয়। একই কৌশলে ফুল কপির প্লট,বাঁধা কপির প্লট, টমেটোর প্লট, শিমের প্লট, বডবডির প্লট, ও শশার প্লট আলাদা আলাদা করে করা হয়েছে। যার ফলে অন্যান্য বছরের চেয়ে এবছর বাম্পার ফলন পাচ্ছি।

বিক্রয়ের জন্য যে বেগুন ও ফুল কপি উত্তোলন করেছে তা দেখালেন সকলে মিলে তাহা পরিদর্শন করা হয়। 

 

ভিন্ন আলোচনায় মামুন ভাই বলেন ফসল উৎপাদন বৃদ্ধি, ফসলের রোগ বালাই, রোগ বালাই প্রতিরোধ, রোগ বালাইয়ের প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে অন্যান্য পদ্ধতি ব্যবহার করতে বদিউজ্জামান ভাই সহ অন্য সদস্যদেরকেও উৎসাহিত করতে পরামর্শ দেন। 

যেমন আই পি এম পদ্ধতি, ফ্রাউম পদ্ধতি, আলোর ফাঁদ পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। 

পরি শেষে সকল সদস্যকে আন্তরিকতার সহিত মাঠ পর্যায়ে কাজ করার জন্য পরামর্শ দেন। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর