• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

জ্ঞানবিজ্ঞান ও শিক্ষা বিস্তারে ইসলামের ভূমিকা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২০  

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। যুগে যুগে অসংখ্য নবী- রাসুল দুনিয়াতে এসেছেন ইসলামের আলো বিস্তারের জন্য। সাথে সাথে বহু ধর্মগ্রন্থও পাঠানো হয়েছে মানুষকে সঠিক পথের নির্দেশনার জন্য। আর সে গ্রন্থগুলোতে রয়েছে মানব জীবনের সার্বিক দিক নির্দেশনা। জ্ঞান তথা শিক্ষা বিস্তারের প্রতি গুরুত্বারোপও করা হয়েছে মহা গ্রন্থগুলোতে।

 

আল্লাহ মানব জাতিকে সর্বপ্রথম পড়ার মাধ্যমেই জ্ঞানার্জনের নির্দেশ দিয়েছেন। সর্বশেষ নাজিলকৃত আসমানী গ্রন্থ আল কুরআনের প্রথম নাজিলকৃত আয়াত : "পড়! তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।"(সূরা আলাক:১)

জ্ঞানের গুরুত্ব বর্ণনা দিতে গিয়ে তিনি জ্ঞানী ও মূর্খের মধ্যে পার্থক্য করেছেন। যেমন আল্লাহ তায়ালা বলেন :" যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে। "

 

আল্লাহকে চিনতে ও জানতে হলেও জ্ঞানের প্রয়োজন।আবার খোদাভীতি অর্জনের জন্যও জ্ঞান দরকার। আল্লাহর বাণী: "একমাত্র জ্ঞানীরা আল্লাহকে ভয় করে।" তাই মর্যাদা লাভের আসনে প্রতিষ্ঠিত হতে হলে জ্ঞানার্জন করতেই হবে। আল্লাহর বাণী: "তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদেরকে জ্ঞানী করা হয়েছে, আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করেছেন।" যাকে জ্ঞান দান করা হয়েছে তাকে কল্যাণ দান করা হয়েছে বলে কুরআনে উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেন : "তিনি যাকে ইচ্ছা বিশেষ জ্ঞান দান করেন এবং যাকে ইচ্ছা বিশেষ জ্ঞানী করা হয়, সে প্রভূত কল্যাণকর বস্তু প্রাপ্ত হয়। উপদেশ তারাই গ্রহণ করে যারা জ্ঞানবান।"

 

জ্ঞান বিজ্ঞান ও শিক্ষার প্রতি মহানবী (স:) ও বিশেষভাবে গুরুত্বারোপ করে গেছেন। মহানবী (স:) বলেন " জ্ঞানার্জন প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ।" জ্ঞানার্জনে উৎসাহিত করার লক্ষ্যে ইসলাম প্রয়োজনে হিংসা করার অনুমতিও দিয়েছে। 

 

জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ইসলাম ও মুসলমানদের অবদান ও ভূমিকা বিশ্বের অন্যান্য ধর্ম ও জাতির তুলনায় অনেক বেশি। মুসলিম পণ্ডিতদের সৃজনশীল প্রতিভার ফলেই জ্ঞানবিজ্ঞানের বিভিন্ন শাখায় অভাবনীয় সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়।

 

লেখক: 

মোঃ ফয়জুর রহমান 

সহকারী শিক্ষক ;

সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ

সফিপুর, কালিয়াকৈর,  গাজীপুর।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর