• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ঝড় বৃষ্টি ও কুয়াশায় খোলা আকাশের নিচে রাস্তার পাশে এক বৃদ্ধা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২০  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতী ভাঙ্গা ইউনিয়নের দেওয়ানগঞ্জ টু সানন্দবাড়ী রাস্তার কাঠারবিল মহারানী ব্রিজের দক্ষিণ পাশে দীর্ঘদিন যাবৎ একজন আনুমানিক পঞ্চাশ উর্ধ্ব প্রতিবন্ধী নারীকে দেখতে পাওয়া যায়। 

 

খোঁজ নিয়ে জানা যায়  কাঠারবিল এলাকার জাবেদ মোড়ের মৃত মহিরের বোন ফুলভানু (৫০) মানসিক অসুস্থতার কারণে তার ঠাঁই মেলে রাস্তার পাশে। নাম প্রকাশ না করার শর্তে এক মহিলা জানান তার নামে থাকা কিছু জমি ছিল, সেগুলো  তার ভাতিজা ও একমাত্র মেয়ে দলিল নেয়। 

প্রবাদ আছে খালি হাড় কুকুরেও চাটে না, তেমনটিই লক্ষনীয় এক্ষেত্রে। মেয়েটি স্বামীর বাড়ীতে থাকায় তার কোনো দেখার মতো লোক নাই। ভাতিজাসহ আত্মীয় স্বজন খোঁজ-খবর না রাখায় ঝড়, বৃষ্টি, রোদ, ঠান্ডা ও কুয়াশার কষ্ট বয়ে যায় তার মাথার উপর দিয়ে। তার রিজেকের ফয়সালা হয় পথচারীদের  দেয়া পাউরুটি বা কলা বা অন্যান্য  সামান্য শুকনো খাবারের মাধ্যমে। তার ভাতিজার সাথে যোগাযোগ  করতে চাইলে জানা যায়, তিনি বাড়ী নেই, গুচ্ছ গ্রামে মেয়ের বাড়ি গেলে তার বাড়িতে কাউকে পাওয়া যায় নি।  প্রতিবেশী শফি জানান ভ্যান চালক ভাতিজা মাসুদ নিজের পরিবারের ভরনপোষণ দিতেই হিমশিম খাচ্ছে,  তাই ফুফুর খবর নিতে পারছেনা। শিক্ষক রেজাউল করিম জানান- তার নিজের বলতে কেউ নাই, তাই কোনো বৃদ্ধাশ্রম যদি তাকে নিয়ে যেতো তবে ভালো হতো। পথচারীদের মনে প্রশ্ন জাগে এভাবে খোলা আকাশের নীচে কতোদিন চলবে এই অসহায় বৃদ্ধার কষ্টের জীবন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর