• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

টাঙ্গাইল স্টেডিয়ামে ক্রিকেট লীগ অনুষ্ঠিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২১  

তরুণ আজাদের চমৎকার অফস্পিন বোলিংয়ে (১১/৫) থানাপাড়া ব্যায়ামাগার দল ৪১ রানে কিশলয় যুব সংঘকে হারিয়ে সেমিফাইনালে উঠলো।

সোমবার (১৮ জানুয়ারি) সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বঙ্গবন্ধু প্রথম বিভাগ ক্রিকেট লীগের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

সকালে মাঠে ঘনকুয়াশা থাকায় খেলা প্রায় ২ ঘন্টা ৩০ মিনিট পরে বেলা ১১টা ৩০ মিনিটে শুরু হয়। যে কারণে ম্যাচ কার্টেল করে ২৫ ওভারে নির্ধারণ করা হয়। পরে খেলা শুরু হলে টসে হেরে থানাপাড়া ব্যায়ামাগার দল প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৪ রান করে। দলের পক্ষে রাব্বী সর্বোচ্চ ২৭ রান করে। এছাড়া ইমরান ২৩, দিপ্র ২২ ও সিজান ১৮ রান করে। বোলিংয়ে বিজিত কিশলয় দলের দুর্জয় ও আলীম যথাক্রমে ১৫ ও ২৮ রানে ২টি করে উইকেট দখল করে।

জবাবে কিশলয় যুব সংঘ জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে অফস্পিন বোলার আজাদের চমৎকার বোলিংয়ে ৫০ রান পেরুতেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে। শেষ পর্যন্ত ১৮.২ ওভারে ৯২ রানে অলআউট হলে ৪১ রানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। দলের পক্ষে জনি সর্বোচ্চ ২৩ রান করে। বোলিংয়ে বিজয়ী ব্যায়ামাগার দলের আজাদ ১১ রানে ৫টি উইকেট দখল করে। এছাড়া সীমান্ত ১৫ রানে ২টি উইকেট দখল করে।
 
খেলায় আম্পায়ার ছিলেন- তমাল বিহারী দাস ও আসিফুর রহমান এবং স্কোরার- আনিসুর রহমান আলো। মঙ্গলবার (১৯ জানুয়ারি) দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে ইয়ুথ ক্লাব বনাম উদয়ন ক্রীড়া চক্র।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর