• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

টাঙ্গাইলে এসএসসি’র ফলাফলে শীর্ষ স্থানে ঘাটাইল ক্যান্টনমেন্ট স্কুল

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১ জুন ২০২০  

এসএসসি পরীক্ষার ফলাফলে জেলা ও উপজেলা পর্যায়ে শীর্ষ স্থান ধরে রেখে চমক সৃষ্টি করেছে টাঙ্গাইল জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।

এসএসসির সদ্য ঘোষিত ফলাফলে জেলায় অসাধারণ ফলাফল অর্জন করেছে ওই শিক্ষা প্রতিষ্টানটি।

আজ রোববার (৩১ মে) সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়। উক্ত ফলাফলে ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ১১৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

২০২০ সালে অনুষ্টিতব্য এসএসসি পরীক্ষায় হতে ১৩৩ জন শিক্ষার্থী অংশ নেয়, পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থী মাঝে পাশের হার ১০০ শতাংশ এবং জিপিএ পেয়েছে ১১৯ জন।

উল্লেখ্য, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে জাতীয় পর্যায় থেকে শুরু করে জেলা, উপজেলায় একের পর এক পড়ালেখার পাশাপাশি শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতিক, ক্রীড়া ও স্কাউটসসহ বিভিন্ন ক্যাটাগরীতে সাফল্য অর্জন করে চলেছে।

ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ অসাধারণ ফলাফল করার ব্যাপারে অধ্যক্ষ ইঞ্জিনিয়ার জিএম সরোয়ার পিজিএমএস কাছে অভিমত জানতে চাইলে তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু এসএসসি পরীক্ষার ফলাফল ছাড়াও সরকারি-বেসরকারি পরীক্ষায় জেলার শীর্ষ স্থান দখল করে থাকে। এটা শুধুমাত্র শিক্ষকদের কঠোর পরিশ্রম, অভিভাবকের আন্তরিকতা, সর্বোপরি বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষার্থীদের প্রচেষ্টার ফল। বিদ্যালয়ের আজকের এ রেজাল্ট অবস্থানে উপজেলা পেরিয়ে জেলায় স্থান দখল করেছে।

তিনি এ ফলাফলের জন্য মহান আল্লাহর দরবারে শোকরিয়া পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক মন্ডলীদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর