• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

টাঙ্গাইলে চার ক্লিনিককে জরিমানা, একটির অপারেশন থিয়েটার সিলগালা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২১  

টাঙ্গাইলে চারটি ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা ও একটি ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ, অস্বাস্থ্যকর পরিবেশ ও দায়িত্বরত ডাক্তার না থাকায় শহরের মেরিন নার্সিং হোমকে ৩০ হাজার টাকা জরিমানাসহ সিলগালা ও জয় ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালাসহ ৫০ হাজার টাকা জরিমানা এবং পাইলট হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা ও ইউনাইডেট ক্লিনিকের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন। তিনি বলেন, এ ধরনের অভিযান প্রতিনিয়তই অব্যাহত থাকবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর