• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
নড়াইলে দুস্থদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য কমরেড নজির হোসেনের ইন্তেকাল পেঁয়াজের বীজ চাষে স্বপ্ন বুনছেন ঠাকুরগাঁওয়ে কৃষকরা পিরোজপুরে ঈদ-উল ফিতরে ৩লক্ষ দরিদ্র মানুষ পাচ্ছে ৯০৯মেট্রিক টন চাল শরীয়তপুরে জাতীয় শুদ্ধাচার কর্ম পরিকল্পনা কৌশল বাস্তবায়ন বিষয়ক সভা বরিশালে পঞ্চদশ শতাব্দীর ঐতিহ্যবাহী মসজিদের সংস্কার কাজ এগিয়ে চলছে গাজায় কয়েকটি হাসপাতালের আশপাশে ইসরায়েল হামাস তুমুল লড়াই চলছে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস ১৯৭৫ সালের পর বিকৃত করা হয়েছে কুড়িগ্রামে নতুন বাণিজ্য সম্ভাবনা বাজার নিয়ন্ত্রণে আরও ক্ষমতা পাচ্ছে সরকার

টাঙ্গাইলে দুই ইয়াবা ব্যবসায়ী আটক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২১  

টাঙ্গাইলে দুইশত পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হচ্ছেন ঘারিন্দা এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে আব্দুল আল মামুন ও ঘাটাইলের মাটিআট গ্রামের আশরাফ হোসেনের ছেলে খোকন মিয়া।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা এলাকায় দুইশ’ পিস ইয়াবাসহ এই দুইজনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার রওশন আলী প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি দল ঘারিন্দা ওভারব্রীজের পূর্ব পাশে অভিযান চালিয়ে ঘারিন্দা এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে আব্দুল আল মামুন (৩৪) ও ঘাটাইলের মাটিআট গ্রামের আশরাফ হোসেনের ছেলে খোকন মিয়াকে (৪১) দুইশ’ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন এবং ২টি সিম কার্ডসহ গ্রেফতার করেন।

আসামীরা সদর উপজেলার এলাকাসহ আশপাশ এলাকায় মাদকসেবীদের নিকট এবং খুচরা মাদক ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী মাদকদ্রব্য ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছিল।

আসামীদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর