• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

টাঙ্গাইলে প্রতিবন্ধি শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২০  

টাঙ্গাইল স্টেডিয়ামে প্রতিবন্ধি ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা এবং আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার ২২ জানুয়ারি সকালে জেলা ক্রীড়া অফিস আয়োজিত ও ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, সদস্য ও টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইফতেখারুল অনুপম।

 

প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা ক্রীড়া অফিসার নুরে এলাহী।

 

প্রতিযোগিতায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ৫৫ জন, হাইকেয়ার বধির স্কুলের ৩০ জন, দৃষ্টি প্রতিবন্ধী স্কুলের ১০ জন ও বিভিন্ন স্কুলের আরও ৫ জনসহ মোট ১০০ জন অংশগ্রহণ করে। অটিজম আক্রান্ত শিশুরা দৌড়, মায়ের সাথে মেয়েদের দৌড়, যেমন খুশি তেমন সাজা, ঝুড়িতে বল নিক্ষেপ, বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিটি খেলায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদেরসহ অংশগ্রহণকারী সকল প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর