• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

টাঙ্গাইলে ১২ মোটরসাইকেল চোর আটক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৪ জুন ২০২১  

টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১২ জন মোটরসাইকেল চোরকে গ্রেফতার করা হয়েছে। টাঙ্গাইল সদর থানার বিশেষ অভিযানে মঙ্গলবার (২২ জুন) ৭টি বিভিন্ন কোম্পানীর মোটরসাইকেলসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা চোররা হলো- টাঙ্গাইল সদর উপজেলার পৌর এলাকার দক্ষিণ থানাপাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে আল আমিন (২৭), দেলদুয়ার উপজেলার গজিয়াবাড়ী এলাকার আমজাদ হোসেনের ছেলে জসিম মিয়া (২৪), একই উপজেলার চালা আটিয়া এলাকার লতিফ ফরাজীর ছেলে মহিউদ্দিন আহমেদ ওয়াজেদ ফরাজী (৪১), জামান ফরাজী (২৮), সদর উপজেলার সন্তোষ (ধোপাপাড়া) এলাকার মৃত মমিন মিয়ার ছেলে রানা ওরফে রেঞ্জ রানা (২৭), টাঙ্গাইল পৌর এলাকার থানা পাড়ার আঃ হাই হাওলাদারের ছেলে সজল হাওলাদার (২৪), টাঙ্গাইল পৌর এলাকার কান্দিলা (পূর্বপাড়া) এলাকার আব্দুল জব্বার কাদিরের ছেলে হৃদয় মাহমুদ অন্তর (২২), সখিপুর উপজেলার বড় চওনা এলাকার মীর জোয়াহের আলীর ছেলে মীর এমরান (২৩), টাঙ্গাইল পৌর এলাকার পশ্চিম আকুর টাকুর পাড়ার (চকপাড়া) জয়নাল আবেদীনের ছেলে সাব্বির হোসেন ওরফে অমিত (২২), জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চর নাংলা এলাকার নূরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (২৬), একই উপজেলার সুখ নগরী পশ্চিমপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে রশিদ ইসলাম (২২) ও ঘাটাইল উপজেলার হামিদপুর বাজার (কাচতলা) এলাকার আব্দুল সোবহানের ছেলে মেহেদী হাসান রাব্বী ওরফে মাইক রাব্বী (২৪)। এদিকে চোর গ্রেফতারের খবরে সাধারণ মানুষ পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, যে চোরদের গ্রেফতার করা হয়েছে। এই চোরদের ইতিপূর্বেও গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু গ্রেফতারের পর কয়েক মাস তারা জেল খেটে আবারও এসব চোর মোটরসাইকেল চুরিসহ নানা অপরাধে জড়িত হয়ে পড়ছে। এসব চোরের অত্যাচারে টাঙ্গাইল সদর উপজেলার মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। সাধারণ মানুষ এসব চোরদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন। এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, এসআই(নিঃ) মোরাদুজ্জামান ও এএসআই (নিঃ) দেলোয়ার হোসেনসহ অন্যান্য সদস্যদের নিয়ে বিভিন্ন জেলা ও থানা এলাকায় অভিযান চালানো হয়। পরে এদের কাছ থেকে ৭টি বিভিন্ন মডেলের মোটরসাইকেল উদ্ধার ও ১২ জন মোটরসাইকেল চোরকে গ্রেফতার করা হয়। আসামীদেরকে থানায় রুজুকৃত নিয়মিত মামলায় বিধি মোতাবেক আদালতে সোপর্দ্দ করা হয়েছে। এছাড়া আরও মোটরসাইকেল চোরদের গ্রেফতার ও চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার অভিযান অব্যহত রয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর