• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থ পেতে বিসিডিপি গঠন করবে সরকার রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা ২৫ এপ্রিল থেকে শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানি বৃদ্ধির প্রস্তাব বিবেচনাধীন স্বনির্ভর দেশ গড়তে প্রাণি সম্পদের উৎপাদন বাড়াতে হবে ঝালকাঠিতে দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন আমু শিক্ষা প্রতিষ্ঠান ফান্ডের অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা হবে সরকার প্রাকৃতিক সম্পদের হিসাব প্রণয়নের উদ্যোগ নিয়েছে বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে জাতির পিতার সমাধিতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের শ্রদ্ধা

উল্লাপাড়ার দূর্গানগরে প্রধানমন্ত্রীর নগদ সহায়তা পেল ৩,৫০০ পরিবার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৩ মে ২০২১  

সিরাজগঞ্জের উল্লাপাড়ার দূর্গানগর ইউনিয়নের সুবিধাবঞ্চিত অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সহায়তা প্রদান করলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। 

 

বুধবার সকালে পরিষদ চত্বরে ৯টি ওয়ার্ডের ৩ হাজার ৫'শ পরিবারকে এ সহায়তা প্রদান করেন। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চেয়ারম্যান আফছার আলী।  

 

জননেতা জনাব তানভীর ইমাম এম.পি মহোয়ের সার্বিক দিক নির্দেশনায় ২০২০-২১ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় হতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ও কোভিড-১৯ তে ক্ষতিগ্রস্থ দুস্থ, অসহায়, কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জিআর নগদ (৫০০) ও ভিজিএফ নগদ (৪৫০) টাকা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৩ হাজার ৫'শ সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মধ্যে বিতরন করা হয়। 

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব মোঃ সাইফুল ইসলাম,  ইউপি সদস্য এবাদুর রহৃমান এবাদসহ স্থানীয় আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর