• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ডাংধরায় মাদক দ্রব্য নির্মূল কমিটি গঠন ও প্রণোদনা প্রদান

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২০  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, "হঠাও মাদক বাঁচাও দেশ " এই স্লোগানকে সামনে রেখে, শুক্রবার ২৮ আগস্ট জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর এলাকায় "মাদক দ্রব্য নির্মূল কমিটি" গঠন করা হয়। এ কমিটিতে বাঘারচর কলেজের  অধ্যক্ষ আসিব মোহাম্মদ ইকবাল সাহেব কে আহ্বায়ক কমিটির প্রধান করে নয় সদস্য বিশিষ্ট কমিটি এবং বিশ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি  গঠন করা হয়।"চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে"এই স্লোগানে মুখরিত হয় পুরো ডাংধরা ইউনিয়ন। 

 

মাদক বিরোধী সিদ্ধান্তকে সাদুবাদ জানিয়ে তরুণ ও যুবসমাজকে মাদক,জুয়া,বাল্য বিবাহ,নারী নির্যাতন এবং যাবতীয় অসৎ কাজ থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য প্রণোদনা স্বরুপ নগদ টাকা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি শতাধিক পরিবারের মাঝে প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রাণী সম্পদ  ডিজি আলহাজ্ব ডাঃ মোঃ মোসাদ্দেক হোসেন। 

 

 এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃমোশতাক আহমেদ,ডাংধরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছামাদ,মোল্লার চর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল মজিদ খান, প্রভাষক মোস্তাইন মোহাম্মদ হাসান সাতিল সহ অত্র এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।

 

অনুষ্ঠানটি পরিচালনা করেন ডাংধরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মেম্বার রাহিদ হাসান রুমান ও এ টি এম হারুন অর রশিদ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর