• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

ডিবি পুলিশের টি-কর্নার, চা-পানের কথা বলে ঘুষ নেয়ার দিন শেষ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২১  

ঘুষ আদায় বন্ধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ। চা পানের কথা বলে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ লেনদেন বন্ধ করতে চালু করা হয়েছে টি-কর্নার। এখানে বিনামূল্যে চা পাবেন পুলিশ সদস্যরা।
সোমবার মহানগর গোয়েন্দা পুলিশের বিভাগীয় কার্যালয়ে টি-কর্নারটি উদ্বোধন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ।

তিনি জানান, অনেক সময় লক্ষ্য করা যায় যাতায়াত খরচ ও চা খরচের দোহাই দিয়ে কিছু অসাধু পুলিশ সদস্যের মধ্যে ঘুষ আদায়ের প্রবণতা রয়েছে। মহানগর গোয়েন্দা বিভাগ ঘুষ আদায় বন্ধে বিনামূল্যে চায়ের ব্যবস্থা করেছে। সব পদমর্যাদার পুলিশ সদস্য স্বাস্থ্যবিধি মেনে টি-কর্নারে বিনামূল্যে চা পান করতে পারবেন। এ উদ্যোগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

ওই সময় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে মহানগর গোয়েন্দা বিভাগকে দুটি মাইক্রোবাস দেয়া হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর