• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

ধুনটে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯  

পূর্ব বিরোধের জের ধরে বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের সদস্য আব্দুস সবুর (৩৫) নামে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় যুবলীগের বহিস্কৃত নেতা ও তার লোকজন। নিহত আব্দুস সবুর উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া ফকিরপাড়া গ্রামের আব্দুর রহিম ফকিরের ছেলে। বুধবার দুপুর ২টার দিকে নান্দিয়ারপাড়া ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

 

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুস সবুর পেশায় গবাদিপশুর পল্লী চিকিৎসক। তার সাথে প্রতিবেশী জনাব আলীর ছেলে নিমগাছি ইউনিয়ন যুবলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক কামরুল ইসলামের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। এ ঘটনাটি নিয়ে গ্রামে কয়েকদফা বৈঠক হলেও উভয় পরিবারের মাঝে কোন সমঝোতা হয়নি। 

 

পূর্বের এই বিরোধের জের ধরে আব্দুস সবুরকে পশু চিকিৎসা করানোর কথা বলে বুধবার দুপুরের দিকে কামরুল ইসলাম তার বাড়ির পাশে কাঠ গাছের বাগানের ভেতর নিয়ে যায়। সেখানে দেশীয় তৈরী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আব্দুস সবুরকে হত্যা করে কামরুল ও তার লোকজন। হত্যাকান্ডের পর কামরুল ও তার সহযোগীরা পলাতক রয়েছে।  

 

নিহতের চাচা উপজেলার যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সুজাউদৌলা রিপন বলেন, বসতবাড়ির ১৮ শতক জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুস সবুরকে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা করেছে কামরুল ইসলাম ও তার লোকজন। সম্প্রতি মাদক কারবারির অভিযোগে নিমগাছি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলামকে দল থেকে বহিস্কার করা হয়েছে। এই হত্যাকান্ডের বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।     

 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আব্দুস সবুরের মৃতদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

 

 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর