• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বাসাইলে ২০৮০টি দুস্থ পরিবারের প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১০ মে ২০২১  

প‌বিত্র ঈদুল ফেতর‌কে সাম‌নে রে‌খে ক‌রোনা কা‌লিন লকডাউ‌নের এই সম‌য়ে  বাসাই‌লের কাশিলে  ‌দুস্থ ও অসহায় ২০৮০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত ঈদ উপহার হিসাবে নগদ অর্থ বিতরণ করা হ‌য়ে‌ছে। ১০মে (সোমবার ) বেলা ১২ টায় বাসাইল উপ‌জেলার কাশিল ইউনিয়ন পরিষদ হতে উক্ত ইউনিয়নের দুস্থ ও অসহায় ২০৮০টি পরিবারের মাঝে ৫০০জনকে নগদ ৫শত টাকা ও ১৫৮০ জনকে নগদ ৪৫০ টাকা  করে বিতরণ করা হয়।কঠোর স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব মেনে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময়  উপস্থিত ছিলেন বাসাইল উপ‌জেলা ‌নির্বাহী অ‌ফিসার মনজুর হো‌‌সেন, বাসাইল  উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা ভাইচ চেয়ারম্যান মোঃ শাহাদৎ হোসেন খান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, কাশিল  ইউনিয়নের  চেয়ারম্যান মির্জা রাজিক সহ উপকার ভোগী ২০৮০ দুস্থ ও অসহায় পরিবারের সদস্যবৃন্দ

ঈদের পূর্বমুহূর্তে প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে উপস্থিত সকলেই ছিলেন উল্লিসিত। হালিমা আক্তার  নামের একজন উপকার ভোগী জানান, ” ক‌রোনাকা‌লিন এই সম‌য়ে সরকা‌রি সহ‌যো‌গিতা ‌পে‌য়ে আমরা খুবই আন‌ন্দিত। এমন সহ‌যোগিতা আমা‌দের ঈ‌দের আনন্দ‌কে আ‌রো বা‌ড়ি‌য়ে দি‌বে। ”
 
নগদ অর্থ বিতরণ কালে এক সংক্ষিপ্ত আলোচনায় উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মনজুর হো‌সেন ব‌লেন, ” বর্তমান সরকার দে‌শের সাধারন মানুষের ভাল থাকার ল‌ক্ষ্যে নিরলষ ভা‌বে কাজ ক‌রে যা‌চ্ছে । লকডাউ‌নে কর্মহীন দুস্থ ও অসহায় মানু‌ষের পা‌শে দা‌‌ড়িয়ে‌ছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। এরই ধারাবা‌হিকতায় বাসাইল উপ‌জেলার কাশিল ইউনিয়নের ২০৮০ দুস্থ ও অসহায় পরিবারের মা‌ঝে ঈদ উপহার ৫০০ও ৪৫০ টাকা করে বিতরণ করা হ‌‌য়ে‌ছে। আগামী দি‌‌নে এর সং‌খ‌্যা আ‌রো বৃ‌দ্ধি করা হ‌বে

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর