• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

তথ্য প্রতিমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে সরিষাবাড়ীতে সম্মেলন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ আগস্ট ২০২০  

বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান এমপিকে নিয়ে মানহানিকর, কুরুচিপূর্ণ ও অসত্য বক্তব্য অপপ্রচার চালানোর প্রতিবাদে সরিষাবাড়ী পৌরসভার মেয়র মো. রুকুনুজ্জামানের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ। ৬ আগস্ট সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ।

 

সাংবাদিক সম্মেলনে ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ বলেন, স্বাধীনতাবিরোধী আব্দুর গফুর মাস্টারের নাতি রুকুনুজ্জামান রোকন সুকৌশলে আওয়ামী লীগে প্রবেশ করে নৌকা মার্কায় মনোনয়ন নিয়ে পৌরসভার মেয়র নির্বাচিত হয়। তিনি নির্বাচিত হয়ে বিভিন্ন অপর্কম, দুর্নীতি, নারী কেলেঙ্কারি, পৌর পরিষদ ও কাউন্সিলরদের সাথে মারধর, নিয়োগ বাণিজ্য, দলীয় নেতাকর্মীদের সাথে অসদাচারণসহ ক্ষমতার অপব্যবহার করে সাধারণ নাগরিকদের শারীরিকভাবে নির্যাতনের মতো কাজও করেন বলে তারা জানান।

 

তিনি আরও বলেন, ৪ আগস্ট রাত ৮.২৭ মিনিটে মেয়র মো. রুকুনুজ্জামান রোকন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসানের বিরুদ্ধে মিথ্যা, অসম্মানজনক, ভীতিপ্রদর্শন ও অপপ্রচার করে। এতে করে তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাত হাসানের মানহানি, সম্মান ও ভাবমূর্তি বিনষ্ট হওয়ায় মেয়র রুকুনুজ্জামান রোকনকে গ্রেপ্তার ও তার বক্ত্যবের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেন উপজেলা আওয়ামী লীগ।

 

অপরদিকে তথ্য প্রতিমন্ত্রীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মেয়র রুকুনুজ্জামান রোকনকে গ্রেপ্তারের দাবিতে উপজেলার ৮টি ইউনিয়নে মানববন্ধন করে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন-অর রশিদ, সহসভাপতি মনির উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান শাহাজাদা, যুগ্ম সম্পাদক এম এ গণি, সাংগঠনিক সম্পাদক খোরশেদুল আলম ভিপি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, যুবলীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুল প্রমুখ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর