• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

থার্টি ফার্স্ট নাইট মনিটরিং করা হবে সোশ্যাল মিডিয়া: র‌্যাব

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯  

থার্টি ফার্স্ট নাইটে গুজব ঠেকাতে সোশ্যাল মিডিয়া মনিটরিং করা হবে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। তিনি বলেন, এ ধরনের দিবস কিংবা অনুষ্ঠান উদযাপনের ক্ষেত্রে ফেক নিউজ, মিথ্যে খবর ও গুজব ছড়ানো হয়। সম্মানহানিকর তথ্য প্রচার হয়। এসব প্রতিরোধে মনিটরিং করা হবে।
সোমবার রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টস অ্যাসোসিয়েশন (ক্র্যাব) এর বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


 
র‌্যাব মহাপরিচালক বলেন, ইংরেজি বর্ষ বিদায় ও নববর্ষ উপলক্ষে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের ক্ষেত্রে নিরাপত্তাজনিত সব ধরনের প্রস্তুতি র‌্যাবের পক্ষ থেকে নেয়া হয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হবার কোনো কারণ নাই।

থার্টি ফাস্ট নাইটের হুমকি অ্যানালাইসিস করা হচ্ছে। মশা ও মাছি ঠেকাতে মশারির চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এগুলো কোনোভাবেই যেন প্রবেশ করতে না পারে, সে ব্যবস্থাও করা হচ্ছে বলে জানান তিনি।

ইংরেজি নববর্ষ আমাদের সংস্কৃতি নয় উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, আমাদের সংস্কৃতি বাংলা নববর্ষ। তবে বিশ্বায়নের যুগে আমরাও এর বাইরে নই। যে কারণে এখানেও ইংরেজি নববর্ষ উদযাপিত হবে। আমরা উৎসব উদযাপন করবো, আনন্দ করবো। কিন্তু এই উদযাপন যেন অন্য কারো বেদনার কারণ, বিরক্তির কারণ না হয়ে যায়, সেই দিকটা সবাইকে খেয়াল রাখাতে হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর