• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দুর্নীতির মামলায় অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৯  

ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অপরাধে অভিযুক্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির অ্যাটর্নি জেনারেল অ্যাভিচাই মান্দেলব্লিট এ তথ্য জানিয়েছেন। নেতানিয়াহু একে ‘অভ্যুত্থানের ষড়যন্ত্র’বলে আখ্যা দিয়েছেন এবং তিনি পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন।

নেতানিয়াহুর বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলার একটিতে বলা হয়েছে, রাজনৈতিক সুবিধা প্রদানের বিনিময়ে ধনাঢ্য ব্যবসায়ীদের কাছ থেকে ২ লাখ ৬৪ হাজার মার্কিন ডলারের উপহার নিয়েছিলেন। দ্বিতীয় মামলায় বলা হয়, তেল আবিবের বহুল প্রচারিত সংবাদপত্র ইয়েদিয়থ আহরোনোথের প্রকাশক আরনোন মোজেসকে ঘুষ দিয়ে ইতিবাচক সংবাদ প্রকাশের চেষ্টা করেছেন তিনি। তৃতীয় মামলায় অভিযোগ করা হয়েছে, নিজের সম্পর্কে ইতিবাচক সংবাদ প্রচারের জন্য ইসরায়েলের শীর্ষ স্থানীয় টেলিকমিউনিকেশন কোম্পানি বাজেক টেলিকম ইসরায়েলকে ৫০ কোটি মার্কিন ডলার ছাড় সুবিধা দিয়েছিলেন নেতানিয়াহু। ওই প্রতিষ্ঠনাটির সাবেক চেয়ারম্যানের মালিকানাধীন ওয়েবসাইট থেকে তিনি এ সুবিধা চেয়েছিলেন।

টেলিভিশনে দেওয়া ভাষণে বৃহস্পতিবার নেতানিয়াহু বলেছেন, ‘পাতানো, বিকৃত ও বিতর্কিত তদন্ত প্রক্রিয়ার ওপর ভিত্তি করে এটা একটি অভ্যুত্থান প্রচেষ্টা। আমি দেশকে নেতৃত্ব দেওয়া অব্যাহত রাখব’।

আইন অনুযায়ী, এই মুহূর্তে নেতানিয়াহুর পদত্যাগের কোনো বাধ্যবাধকতা নেই। তবে গত এপ্রিল থেকে এ পর্যন্ত দুটি জাতীয় নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া নেতানিয়াহুকে স্বাভাবিকভাবেই এর মাধ্যমে কয়েক সপ্তাহ পর তৃতীয় দফার নির্বাচনে কোনঠাসা করার চেষ্টা করবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর