• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

দূর হলো সাকিবের আইপিএল খেলা নিয়ে শঙ্কা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ মার্চ ২০২১  

হঠাৎ করেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে বাংলাদেশ জাতীয় দলের অল রাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে এ বেপারে সব শঙ্কা দূর হয়েছে। শুরু থেকেই এবারের আইপিএলে দেখা যাবে টাইগার অলরাউন্ডারকে।

 

আইপিএলের চতুর্দশ আসরে খেলতে সাকিবকে আগেই এনওসি দিয়ে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সম্প্রতি তার কিছু মন্তব্যের জের ধরে বিসিবির অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান জানিয়েছিলেন, সাকিবকে দেয়া এনওসির বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। ফলে এই অলরাউন্ডারের আইপিএল খেলা শঙ্কার মুখে পড়ে।

 

শুক্রবার বোর্ডের এক শীর্ষস্থানীয় কর্তা জানিয়েছেন, সাকিবের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে আইপিএলে তার দল কলকাতা নাইট রাইডার্স।

 

মূলত টি-২০ বিশ্বকাপের দিকে তাকিয়ে শ্রীলংকার বিরুদ্ধে দু’টেস্টের সিরিজ থেকে সাকিবকে বিশ্রাম দিয়েছিল বিসিবি। তবে এবারের আসরে ১৮ মে পর্যন্ত খেলতে পারবেন তিনি। তারপর তাকে যোগ দিতে হবে জাতীয় দলে। শ্রীলংকার বিরুদ্ধে ২০ মে থেকে একদিনের সিরিজ খেলতে নামবে বাংলাদেশ।

 

১৮ মে-র পর রাউন্ড রবিন লিগে কলকাতা নাইট রাইডার্সের আর একটি মাত্র ম্যাচ বাকি থাকবে। সেটি ২১ মে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। প্লে-অফে উঠলে এই টাইগার অলরাউন্ডারকে আর পাবে না কেকেআর। উল্লেখ্য, চলতি মাসের শেষের দিকে কলকাতা নাইট রাইডার্সের শিবিরে যোগ দিতে চলেছেন সাকিব। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর