• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ভাংচুরকারীরা জেলহাজতে

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২ মে ২০২১  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সরকারি জমিতে মুজিবশতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীনের জন্য নির্মাণাধীন ঘর ভাংচুর ও মালামাল চুরির ঘটনায় অভিযুক্তদের ২ মে দুপুরে আদালতে সোপর্দ করেছেন দেওয়ানগঞ্জ থানা পুলিশ।

শরবত আলী (৬০), তার স্ত্রী কুলছুম বেগম (৪৫) ও ছেলে শহিদুর রহমানকে (২২) আটক করেছে পুলিশ। ১ মে দুপুরে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, ডাংধরা ইউনিয়নের কারখানা মৌজাধীন ০১ নম্বর খতিয়ানে ৭৩৪৯ নম্বর দাগে সরকারি জমিতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার গৃহহীন ও ভূমিহীনদের গৃহ নির্মাণে কথিত ভূমিহীন শরবত আলী ও তার লোকজন স্থানীয় কতিপয় নেতা কাজে বাধা দেন এবং ৭টি ঘরের পিরালী ভাংচুর করেন।

এ ঘটনায় ডাংধরা উপসহকারী ভূমি কর্মকর্তা মমিলুল হক সাতজন ও বিনামীয়দের বিরুদ্ধে অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে ১ মে দুপুরে শরবত আলী (৬০), কুলছুম বেগম (৪৫) ও শহিদুর রহমানকে (২২) আটক করে ২ মে সকালে আদালতে সোপর্দ করেন দেওয়ানগঞ্জ থানা পুলিশ।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গৃহহীন ও ভূমিহীনদের ঘর ভাংচুর ঘটনায় ও কাজে বাধা দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মডেল থানায় মামলা হয়েছে। ২ মে সকালে তাদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান জানান, মুজিববর্ষ উৎযাপন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার গৃহহীন ও ভূমিহীনদের গৃহ নির্মাণের কাজ চলছে। এর জন্য সবার সহযোগিতা কামনা করছেন তিনি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর