• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জ উন্নয়ন সংঘ কর্মীদের মূল্যায়ণ পরিক্ষা অনুষ্ঠিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৯  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার  সিএফ,  সিভিএ, সিএনপিদের মূল্যায়ণ পরিক্ষার আয়োজন করা হয়।

 

আজ রবিবার ২৯শে ডিসেম্বর সানন্দবাড়ী ডিগ্রী কলেজে এ পরিক্ষার আয়োজন করা হয়।

 

 ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন এর তত্ত্বাবধানে, উন্নয়ন সংঘ বাস্তবায়নে,BIeNGS প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, জামালপুরের,দেওয়ানগন্জ্ঞ উপজেলায়।

 

উক্ত মূল্যায়ণ পরিক্ষায়  উপস্থিত ছিলেন প্রজেক্ট কো-অর্ডিনেটর (জামালপুর ও শেরপুর) মোঃ হারুন অর রশিদ (হারুন)। আরও উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর শাহানা পারভীন, উন্নয়ন সংঘ ইসলামপুরের ইকোনমিক ভেল্যু চেইন স্পেশালিষ্ট অফিসার মোঃ মামুন, প্রোগ্রাম অফিসার আল মজনু।

 

সকাল ১১টা হতে মূল্যায়ণ পরিক্ষা শুরু হয় বেলা ১২টায় পরিক্ষা শেষ হয়। 

১ঘন্টার এই লিখিত পরিক্ষায় অংশ গ্রহন করেন ৬জন সিএফ, ৪জন সিভিএ, ও ৩০জন সিএনপি, মোট ৪০জন।

 

পরিক্ষা শুরু হওয়ার আগে, ইউ সি শাহানা পারভীন পরিক্ষায় অংশ গ্রহন নারীদের উদ্দেশ্য বলেন, আপনারা সারা বছর সকল কার্যক্রম করেছেন তার উপর ভিত্তি করেই পরিক্ষায় লিখবেন।

 

মুল্যায়ণ পরিক্ষা শেষে প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ হারুন অর রশিদ (হারুন) সকলের উদ্দেশ্য ব্রিফিং করেন। এসময় তিনি মুল্যায়ণের পর যারা পূণঃনিয়োগ  পাবেন, তাদের কে প্রজেক্টের সাথে আন্তরিকতার সহিত সকলকে মিলেমিশে কাজ করার জন্য আহবান জানান। সময় সকল কর্মীগন তাদের কাজের মূল্যায়নের সাথে সম্মানিত (বেতন) মূল্যায়নের জন্য দাবী জানান। পিসি এবিষয়ে উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দেন। 

 

এর পর দুপুর ২টার সময় সানন্দবাড়ী পশ্চিম পাড়া কমিউনিটি ক্লিনিকের পুষ্টি বাগান পরিদর্শন করেন। সময় উপস্থিত ছিলেন প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ হারুন অর রশিদ (হারুন), উপজেলা কো-অর্ডিনেটর শাহানা পারভীন, ইকোনমিক ও ভেল্যুচেইন স্পেশালিষ্ট  অফিসার মোঃ মামুন, প্রোগ্রাম অফিসার মোঃ আল মজনু সহ দায়িত্ব প্রাপ্ত সিভিএ,সিএফ ও সিএনপি গন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর